‘নিজে পরিষ্কার থাকি, আশপাশ পরিষ্কার রাখি’ স্লোগানে চট্টগ্রামের রাঙ্গুনিয়া বন্ধুসভার উদ্যোগে মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। ৩১ অক্টোবর প্রথম ধাপে উপজেলার মধ্য মরিয়মনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে স্কুলের কক্ষ ও আঙিনা পরিষ্কার করার কাজে অংশ নেন বন্ধুরা।
প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি করে ভালো কাজ’-এর অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে রাঙ্গুনিয়া বন্ধুসভা। পরে শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখার পাশাপাশি নিজেদের সব সময় পরিচ্ছন্ন রাখার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের ১৮ কৃতী শিক্ষার্থীকে প্যাড, কলম, পেনসিল, শার্পনার, ইরেজারসহ নানা শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়।
কর্মসূচিতে অংশ নেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুক্তি সাধন বড়ুয়া, প্রধান শিক্ষক মো. নূরুল আলম, শিক্ষক মো. নজরুল ইসলাম, রাঙ্গুনিয়া বন্ধুসভার সভাপতি মঈনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সহসাংগঠনিক সম্পাদক জাওয়াদ হোসেন, কার্যনির্বাহী সদস্য রবিউল মোস্তফা, রবিউল হোসেন, জিগার হোসেনসহ অন্য বন্ধুরা।