লোকসংগীতে সারা দেশে দ্বিতীয় গোয়ালন্দ বন্ধুসভার কংকাবতী

শিক্ষামন্ত্রী দীপু মনির হাত থেকে সনদ ও পুরস্কার গ্রহণ করছে কংকাবতী প্রিয়তা সূত্রধর
ছবি: সংগৃহীত

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে জাতীয় পর্যায়ে লোকসংগীত প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে সারা দেশের মধ্যে দ্বিতীয় হয়েছে গোয়ালন্দ বন্ধুসভার বন্ধু কংকাবতী প্রিয়তা সূত্রধর। ১৯ জুন তার হাতে সনদ ও পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

কংকাবতী প্রিয়তা সূত্রধর ঢাকার রাজউক উত্তরা মডেল কলেজের সপ্তম শ্রেণিতে পড়াশোনা করছে। পাশাপাশি ছায়ানটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার প্রপার হাইস্কুল–সংলগ্ন মাস্টারপাড়ায়। বাবা প্রশান্ত কুমার সূত্রধর রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের নির্বাহী প্রকৌশলী এবং গোয়ালন্দ বন্ধুসভার বন্ধু। মা ঝুমা সূত্রধর সাভার মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজের প্রভাষক।

১৯ জুন বিকেলে ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন। সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান।

সনদ ও পুরস্কার হাতে কংকাবতী প্রিয়তা সূত্রধর
ছবি: সংগৃহীত

মেয়ের অর্জনে বাবা প্রশান্ত কুমার সূত্রধর বলেন, ‘দেশের সংস্কৃতির চর্চা ও মানবসেবায় নিয়োজিত করতে কংকাবতী প্রিয়তা সূত্রধর নিজেকে সেভাবে গড়ে তুলছে। আমরা চাই ভবিষ্যতে সে একজন সুস্থ ধারার সংস্কৃতিমনা মানুষ হিসেবে গড়ে উঠুক। আমাদের কন্যা কংকাবতীর জন্য সবার কাছে আশীর্বাদ কামনা করছি।’

গোয়ালন্দ বন্ধুসভার সভাপতি লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক সফিক মন্ডল বলেন, ‘প্রশান্ত কুমার সূত্রধর এবং তাঁর স্ত্রী ঝুমা সূত্রধর দুজনই সংস্কৃতিমনা। তাঁরা কংকাবতীকে ছোটবেলা থেকে সেভাবে গড়ে তুলেছেন। লোকসংগীতে সারা দেশে দ্বিতীয় স্থান অর্জন করায় আমরাও গর্বিত।’