শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বন্ধুসভার সবুজায়ন কর্মসূচি

গাছের চারা হাতে বন্ধুরা
ছবি: বন্ধুসভা

‘পৃথিবী একটাই, আসুন গাছ লাগাই’ প্রতিপাদ্যে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন–সংলগ্ন ফলদ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধনকারী বিভিন্ন গাছের চারা রোপণ করেন বন্ধুরা।

এ সময় উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক আতকিয়া ফারিহা, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক তৌফিকুল ইসলাম, একই বিভাগের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম, শাবিপ্রবি বন্ধুসভার সাধারণ সম্পাদক শাফায়াত আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুল কাদির, আরাফাত ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সভাপতি বিকাশ সরকা, মাইদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক তানিম খন্দকারসহ অন্য বন্ধুরা।

শাবিপ্রবি বন্ধুসভার বৃক্ষরোপণ
ছবি: বন্ধুসভা

সহকারী অধ্যাপক আতকিয়া ফারিহা বলেন, ‘গাছ আমাদের পরম বন্ধু। গাছ লাগানো ও গাছের প্রতি ভালোবাসা তৈরিতে বন্ধুসভার এ উদ্যোগকে স্বাগত জানাই। শাবিপ্রবি বন্ধুসভার পক্ষ থেকে রোপণকৃত গাছগুলো শিক্ষার্থীদের পরিচর্যায় বেড়ে উঠুক। ফুলে-ফলে ও সবুজে ভরে উঠুক আমাদের দেশ। শুধু মানুষ নয়, পশুপাখিসহ প্রকৃতির সবাই এর সুফল পাবে।’

সভাপতি, শাবিপ্রবি বন্ধুসভা