স্বাধীনতা দিবসে ঢাবি বন্ধুসভার চিত্রাঙ্কন প্রতিযোগিতা

স্বাধীন বাংলার পতাকা আঁকছে শিশুশিক্ষার্থীরাছবি: বন্ধুসভা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের চেতনাকে শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ২৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নেয় অসংখ্য শিশুশিক্ষার্থী।

একটি লাল–সবুজ পতাকা, যা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর মহান শহীদদের ত্যাগের প্রতীক হিসেবে মুক্ত আকাশে দোল খায়। সেই স্বাধীন বাংলার পতাকা ছিল এবারের চিত্রাঙ্কনের বিষয়বস্তু। ১২ বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য উন্মুক্ত ছিল এ আয়োজন।

স্বাধীনতা দিবসে ঢাবি বন্ধুসভার চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ছবি: বন্ধুসভা

প্রতিযোগিতাটি সফল করতে বন্ধুরা ছিলেন বেশ উদ্যমী। প্রচার-প্রচারণা, উপকরণ সংগ্রহ, অভিভাবকদের সঙ্গে যোগাযোগে সবার স্বতঃস্ফূর্ততা ছিল বেশ ইতিবাচক।

সবার সহযোগিতায় সফলভাবে আয়োজন সম্পন্ন করতে পেরে ঢাবি বন্ধুসভার সভাপতি মোশাররফ খান ও সাধারণ সম্পাদক মেহেদি হাসান সন্তোষ প্রকাশ করেন। অভিভাবকেরা আশা প্রকাশ করে বলেন, নিয়মিত এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সুস্থ সাংস্কৃতিক চর্চা বেগবান হবে।

প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা