চট্টগ্রাম বন্ধুসভার উদ্যোগে স্বাধীনতা দিবস উদ্‌যাপন

চট্টগ্রাম বন্ধুসভার উদ্যোগে স্বাধীনতা দিবস উদ্‌যাপনছবি: বন্ধুসভা

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবময় দিন। পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। এ বছর স্বাধীন বাংলাদেশ পা রাখল গৌরবান্বিত ৫৪ বছরে।

দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের দরবারে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ ও চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। ৩০ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীনতা।

দিনটি উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতার বীর সংগ্রামীদের স্মরণ ও তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রাম বন্ধুসভা।

স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক, চট্টগ্রাম বন্ধুসভা