প্রথম আলো সাংবাদিকতায় বিপ্লব ঘটিয়েছে

ছবি আঁকছে শিশুরা
ছবি: বন্ধুসভা

‘সত্যে তথ্যে ২৪’ স্লোগানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে আনন্দঘন পরিবেশে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে কিশোরগঞ্জ বন্ধুসভা। ৯ নভেম্বর বুধবার কিশোরগঞ্জ সদরের কল্যাণী ইনক্লুসিভ স্কুলে অনুষ্ঠিত উৎসবে ছিল বিশেষ চাহিদাসম্পন্ন শতাধিক শিক্ষার্থীকে নিয়ে নানা আয়োজন।

অনুষ্ঠানের শুরুতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। স্বাস্থ্য সচেতনতার পরামর্শ দেন শিশুবিশেষজ্ঞ সুবীর নন্দীসহ উপস্থিত দুজন চিকিৎসক। এ ছাড়া দিনব্যাপী শিশুদের নিয়ে খেলাধুলা, শিক্ষা উপকরণ বিতরণ, একসঙ্গে খাওয়াদাওয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন বন্ধুরা। শিক্ষা ও খেলাধুলার উপকরণের মধ্যে ছিল পেনসিল, আর্ট পেপার, রংপেনসিল, বল ইত্যাদি।
শিশুরাও নাচে–গানে অনুষ্ঠান মাতিয়ে রাখে। জাদু পরিবেশন করেন জাদুশিল্পী শৈবাল কুমার পাল।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে এক বন্ধু
ছবি: বন্ধুসভা

উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম আ্যন্ড অপস) নূরে আলম। তিনি বলেন, ‘প্রথম আলো আমাদের দেশে সাংবাদিকতায় বিপ্লব ঘটিয়েছে। তারা সব সময় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে কাজ করে। যেমন আজকে বন্ধুসভা প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ব্যতিক্রমী এ আয়োজন করেছে। এ ধরনের মহৎ উদ্যোগের সঙ্গে এগিয়ে যাক প্রথম আলো।’

শিশুদের সঙ্গে অভিভাবকরাও আসেন
ছবি: বন্ধুসভা

প্রথম আলোর দুই যুগের সাহসী পথচলা নিয়ে কথা বলেন কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের শিশু বিভাগের কনসালট্যান্ট সুবীর নন্দী, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ্, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হালিমা আখতার, ইউএনও মোহাম্মদ আলী, স্থানীয় ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, কল্যাণী ইনক্লুসিভ স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান। আরও বক্তব্য দেন প্রথম আলো প্রতিনিধি তাফসিলুল আজিজ, কিশোরগঞ্জ বন্ধুসভার সভাপতি লুৎফুন্নেছা চিনু, সহসভাপতি রিফাত ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তাফিজ মারুফ। এ সময় কল্যাণী ইনক্লুসিভ স্কুলের শিক্ষক, অভিভাবকেরাসহ উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা হোছেন আলমগীর, বন্ধু হোসাইন আশিক, নাজমুল হক, মোজাহিদুল ইসলাম, নুসরাত জাহান, তুষার ইমরান, সাইফুল ইসলাম, মুখলেছুর রহমান, নাঈম আজিজ, ফাহিম ইসরাক প্রমুখ। সঞ্চালনা করেন পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক তানভীর হাসান।