চট্টগ্রাম বন্ধুসভার ‘গাছ দত্তক’ কর্মসূচি

প্রথম পর্বে গাছ দত্তক পেয়েছেন বন্ধু প্রিয়াঙ্কা মহাজন ও আবদুল্লাহ সালেহীন আল মাহিয়ানছবি: বন্ধুসভা

প্রকৃতি আমাদের আগলে রাখে ভালোবাসা ও যত্নে। ঠিক তেমনই প্রকৃতিরও প্রয়োজন যত্ন ও ভালোবাসার। এই ভাবনা থেকেই ১৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্ধুসভা আয়োজন করে ‘গাছ দত্তক’ কর্মসূচি।

এটি চট্টগ্রাম বন্ধুসভার বছরব্যাপী একটি চলমান কার্যক্রম। প্রতি মাসেই দায়িত্বশীল বন্ধুদের গাছ দত্তক দেওয়া হবে। সার্বিক তত্ত্বাবধান করবেন পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক বহ্নি শিখা।

প্রথমবারে এই আয়োজনে বন্ধুদের উৎসাহ ছিল দেখার মতো। বহু আগ্রহীর মধ্য থেকে লটারি প্রক্রিয়ায় দুজন দায়িত্বশীল বন্ধু গাছ দত্তকের সুযোগ পান। বন্ধু প্রিয়াঙ্কা মহাজন লেবুগাছ এবং আবদুল্লাহ সালেহীন আল মাহিয়ান ভারবেনাগাছের দায়িত্ব নেন। লটারি প্রক্রিয়ায় সহায়তা করে বন্ধুসভার ছোট্ট সদস্য সৃজিতা মহাজন।

গাছের যত্ন নেওয়ার এই দায়িত্ব পেয়ে তাঁরা গভীর ভালোবাসা ও আনন্দ প্রকাশ করেন। তাঁদের লক্ষ্য হলো দত্তক নেওয়া গাছকে পরম যত্নে লালন-পালন করা, যা প্রকৃতির প্রতি ভালোবাসার অনন্য প্রকাশ। এ কারণেই আয়োজনের ট্যাগলাইন ‘যত্ন নিলে বাঁচবে, ভালোবাসলে বাড়বে’।

বহু আগ্রহীর মধ্য থেকে লটারি প্রক্রিয়ায় দুজন দায়িত্বশীল বন্ধু গাছ দত্তকের সুযোগ পান
ছবি: বন্ধুসভা

গাছ ও প্রকৃতির গুরুত্ব নিয়ে কথা বলতে গিয়ে চট্টগ্রাম বন্ধুসভার উপদেষ্টা শিহাব জিসান বলেন, ‘আমরা সবাই বৃক্ষরোপণ ও পরিচর্যায় সরাসরি অংশ নিতে না পারলেও অন্তত গাছের ক্ষতি হয়, এমন কোনো কাজ না করার প্রতিজ্ঞা করতে পারি।’

সাংগঠনিক সম্পাদক ইকবাল হেসেন বলেন, ‘বাল্যকাল থেকেই গাছের প্রতি একটা টান রয়েছে। মায়ের সঙ্গে বাগানে কাজ করেছি। এখনো বাড়িতে গেলে বাগানে নতুন গাছ রোপণ এবং আগাছা পরিষ্কার করি।

আয়োজনের মূল সমন্বয়কারী ছিলেন বন্ধু বহ্নি শিখা ও সহসমন্বয়কারী ইকবাল হোসেন।

পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক, চট্টগ্রাম বন্ধুসভা