ভাষাসংগ্রামের প্রামাণ্য দলিল এম আর আখতার মুকুলের ‘একুশের দলিল’

ঢাকা মহানগর বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

বই পড়ার মাধ্যমে জ্ঞানার্জনের লক্ষ্যে ঢাকা মহানগর বন্ধুসভা আয়োজন করে তাদের প্রথম পাঠচক্র। গত ২৬ ফেব্রুয়ারি রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো বন্ধুসভার কার্যালয়ে অনুষ্ঠিত এই পাঠচক্রে আলোচনা করা হয় বিশিষ্ট লেখক এম আর আখতার মুকুলের গবেষণাধর্মী গ্রন্থ ‘একুশের দলিল’। মহান ভাষা আন্দোলনের প্রামাণ্য দলিল হিসেবে সমাদৃত এই বইটি ভাষাশহীদদের আত্মত্যাগ, ভাষার অধিকারের জন্য সংগ্রাম এবং আন্দোলনের পটভূমি তুলে ধরেছে।

শুরুতেই ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি মাহমুদা মুহসিনা বুশরা বইটির গুরুত্ব ও পাঠচক্র আয়োজনের উদ্দেশ্য ব্যাখ্যা করেন। তিনি বলেন, ‘আমাদের ভাষা আন্দোলন শুধু একটি বিশেষ দিনের ঘটনা নয়, এটি ছিল দীর্ঘ এক সংগ্রাম। সেই ইতিহাস জানতে হলে “একুশের দলিল” বইটি আমাদের অবশ্যই পড়া উচিত।’

এরপর বন্ধুরা বইটি সম্পর্কে তাঁদের মতামত প্রকাশ করেন। আলোচনা করেন সহসভাপতি নাঈমা সুলতানা, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সম্রাট, সাংগঠনিক সম্পাদক অনিক সরকার, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক রাজা মান্নান তালুকদার, দপ্তর সম্পাদক মেঘা খেতান, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মীর মোশারেফ ও বন্ধু মাহিন আম্মান। তাঁদের বক্তব্যে উঠে আসে ভাষা আন্দোলনের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দিক এবং কীভাবে এটি পরবর্তী সময়ে বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের ভিত্তি তৈরি করেছিল।

‘একুশের দলিল’ বইটি ভাষা আন্দোলনের সময়কার নানা গুরুত্বপূর্ণ ঘটনা ও নথি সংকলন করে রচিত হয়েছে। বইটিতে আন্দোলনের সূচনা, ধাপে ধাপে এর বিস্তার এবং শহীদদের আত্মত্যাগের বিস্তারিত বিবরণ রয়েছে। এটি মূলত ভাষাসংগ্রামের প্রামাণ্য দলিল, যা পাঠকদের সেই সময়ের বাস্তব চিত্র তুলে ধরতে সাহায্য করে।

বন্ধুরা বইটির বিভিন্ন অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ উদ্ধৃতি পড়ে শোনান এবং সেগুলোর ব্যাখ্যা দেন। কেউ ভাষা আন্দোলনের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন, কেউ তৎকালীন সরকারের দমন-পীড়ন সম্পর্কে বলেন, আবার কেউ শহীদদের আত্মত্যাগের কাহিনি তুলে ধরেন। আলোচনাজুড়ে ছিল দেশপ্রেমের আবেগ ও ভাষার প্রতি গভীর শ্রদ্ধা।

পাঠচক্রের শেষ দিকে উপস্থিত হন জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক। ঢাকা মহানগর বন্ধুসভার কার্যক্রমের প্রশংসা করে পাঠচক্রের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর বন্ধুসভা