মাভাবিপ্রবি বন্ধুসভার ঈদ উপহার বিতরণ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সহমর্মিতার ঈদছবি: বন্ধুসভা

সুবিধাবঞ্চিত শিশু ও তাদের পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। এ উপলক্ষে গত ২৮ মার্চ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শিশুদের মধ্যে রঙিন পোশাক ও তাদের পরিবারের জন্য ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করেন বন্ধু ও উপদেষ্টারা।

বন্ধুসভার উপদেষ্টা, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের আর্থিক সহায়তায় ১০ শিশুকে রঙিন জামা এবং দুটি দরিদ্র পরিবারকে ঈদের খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়। প্রতি প্যাকেট খাদ্যসামগ্রীর মধ্যে ছিল পোলাওয়ের চাল, সেমাই, চিনি, দুধ, তেলসহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য।

রঙিন পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের শিক্ষক আবদুল কাদের মিয়াসহ বন্ধুসভার অন্য বন্ধুরা। পরিচালনা করেন সভাপতি ইশতিয়াক আহমেদ ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আসিফ হাসান।

সভাপতি, মাভাবিপ্রবি বন্ধুসভা