সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এ উপলক্ষে গত ১৯ অক্টোবর ‘সম্প্রীতির দুর্গাপূজা’ শিরোনামে সদর উপজেলার মান্দারী বাজারে দরিদ্র মানুষদের শাড়ি ও লুঙ্গি উপহার দেয় লক্ষ্মীপুর বন্ধুসভা।
প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্ধুসভার ‘একটি করে ভালো কাজ’-এর অংশ হিসেবে এ উদ্যোগ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সভাপতি শাহজাহান কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল খান, অর্থ সম্পাদক শংকর মজুমদার, বন্ধু শাহিন আলমসহ অন্যরা। সঞ্চালনা করেন রিয়াদ হোসেন।
সাধারণ সম্পাদক, লক্ষ্মীপুর বন্ধুসভা