নোয়াখালী বন্ধুসভার পাঠচক্রে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘আপদ’
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম ছোটগল্প ‘আপদ’ নিয়ে পাঠচক্র করেছে নোয়াখালী বন্ধুসভা। ৬ মার্চ অনলাইন গুগল মিট অ্যাপে এটি অনুষ্ঠিত হয়। পাঠচক্র সঞ্চালনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক শাহিদা রেশমি।
রবীন্দ্রনাথ ঠাকুরের বই মানেই এক মোহের মধ্যে আটকে যাওয়া; যে মোহ পাঠককে জীবনের নানা রঙের সঙ্গে পরিচিত করিয়ে দেয় নানা ঢঙে, নানা ছন্দে, নানা সুর ও বর্ণে। ‘আপদ’ তেমন একটি গল্প।
সাংগঠনিক সম্পাদক সানি তামজিদ গল্পের বিষয়বস্তু তুলে ধরেন এবং তিনি জানান চমৎকার গল্পটি পড়ে তাঁর ভালো লাগার অনুভূতির কথা।
সাধারণ সম্পাদক মোহাম্মদ শিমুল বলেন, গল্পের মূল চরিত্র কিরণ এবং যাত্রাদলের ছোকরা নীলকান্তের প্রতি যে আগ্রহ সৃষ্টি হয়েছে, তা থেকেই নীলকান্ত পরবর্তী সময়ে কল্যাণীর প্রতি একটা অধিকারবোধ চলে আসে।
সভাপতি উম্মে ফারহিন বলেন, বইটি পড়ে মনে হয়েছে রক্তের সম্পর্কহীন নীলকান্তের ওপর কিরণের যে ভালোবাসা প্রকাশ হয়েছে, তা সত্যি শিক্ষণীয়। সেই সঙ্গে পরবর্তী সময়ে কিরণ ও পরিবারের অন্য সদস্যদের আচরণও কষ্টদায়ক।
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা সুমন নুর, লায়লা পারভিন, সহসভাপতি আব্দুর রহিম, জেরিন ফাহমিদা, সাবেক সভাপতি আসিফ আহমেদ, উপদেষ্টা নিলয় মিলন, অর্থ সম্পাদক তাসমিয়া, প্রচার সম্পাদক মালিহা তাছনিমসহ আরও অনেকে।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, নোয়াখালী বন্ধুসভা