খুলনায় জাতীয় পর্ষদের সভাপতির সঙ্গে বন্ধুদের সৌজন্য সাক্ষাৎ
সারা দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সেটি উপেক্ষা করে ২২ আগস্ট বিকেলে খুলনায় জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক ও জেন্ডার-সমতাবিষয়ক সম্পাদক সাইমুম মৌসুমীকে উষ্ণ শুভেচ্ছা ও স্বাগত জানান বন্ধুসভার বন্ধুরা।
এ সময় খুলনা বন্ধুসভার বিভিন্ন কার্যক্রমের খোঁজখবর নেন জাফর সাদিক। পাশাপাশি পাঠচক্র, লেখালেখি ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমে আরও বেশি সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
বন্ধুরা জানান, জাতীয় পর্ষদের সভাপতির সঙ্গে এ সাক্ষাৎ তাঁদের কার্যক্রমে নতুন অনুপ্রেরণা ও উৎসাহ জোগাবে।
এরপর বিকেল পাঁচটায় প্রথম আলোর খুলনা অফিসে অনুষ্ঠিত হয় খুলনা বন্ধুসভার নিয়মিত সাপ্তাহিক সভা। সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা যূথী। উপদেষ্টা উওম মণ্ডল বলেন, ‘বন্ধুদের দক্ষতা, কার্যক্রম ও ধারাবাহিকতা বৃদ্ধির জন্য সব সময় আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’
সভায় ৩০ আগস্ট ‘স্মার্ট স্কিল কর্মশালা’ আয়োজনের পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি এম এম মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক আসফিক আহমেদ, অর্থ সম্পাদক ইমন মিয়া, বন্ধু শেখ হাফিজুর রহমানসহ অন্য বন্ধুরা।