শিশুদের নতুন পোশাক ও অসচ্ছল মানুষের মধ্যে ঈদের খাদ্যসামগ্রী উপহার দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। প্রথম ধাপে ২২ মার্চ বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগার প্রাঙ্গণে এগুলো বিতরণ করা হয়। বন্ধুসভার উপদেষ্টা ও সদস্যদের দেওয়া অর্থে এ কার্যক্রম করেন বন্ধুরা।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিদিরপুর রেললাইনের পাশে খাস জমিতে বসবাসকারী কৃষিশ্রমিক মো. হাবিল (৫০) সঙ্গে নিয়ে এসেছিলেন চার বছর বয়সী নাতনি রহিমা ও আট বছর বয়সী নাতি ইব্রাহীমকে। বন্ধুসভার রঙিন জামা পেয়ে তাদের মুখে হাসির ঝিলিক দেখে খুবই খুশি মো. হাবিল। তিনি বলেন, ‘অরঘে বাপ বহুদিন আগেই ছাইড়্যা চইল্যা গেছে। কুনুরকমে টাইন্যাটুইন্যা দিন আনি দিন খাই। তোমারঘে জামা দুইট্যা পাইয়া খুব খুশি হইয়াছি। তোমারঘে লাইগ্যা দুয়া করব।’
এদিন ১৭ শিশুকে পোশাক ও ৪৫টি পরিবারের জন্য খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল খিল সেমাই, লাচ্ছা সেমাই, বুন্দিয়া, সয়াবিন তেল, চিনি, গুঁড়া দুধ, নুডুলস ও পাপড়।
দ্বিতীয় ধাপে ২৪ মার্চ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের সল্লাবেলতলা গ্রামে ১৮ শিশুকে নতুন পোশাক দিয়েছেন বন্ধুরা। অর্থ দিয়ে সহায়তা করেন চিকিৎসক আঞ্জুমান আরা।
উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা আনোয়ার হোসেন, আজিজুর রহমান, জহিরুল ইসলাম, সভাপতি আরাফাত মিলেনিয়াম, সহসভাপতি ফারহা উলফাৎ রহমান, মো. আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মাসরুফা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিউল হাসান, সাংগঠনিক সম্পাদক আসিফ আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, অর্থ সম্পাদক আলিউজ্জামান নূর, প্রচার সম্পাদক নাজিফা আনজুম, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ফাবিহা ফারজানা, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক ওজিফা খাতুন, ম্যাগাজিন সম্পাদক নাহিদুল হক, প্রশিক্ষণ সম্পাদক উম্মে কুলসুম, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক সাঈদ মাহমুদ, কার্যনির্বাহী সদস্য আহমেদ ওয়ালিদ, শাকিল হোসেন, বন্ধু রামিজ আহমেদ, আসেফ উৎসসহ অন্যরা।
অর্থ সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা