কারামুক্ত শামসুজ্জামান শামসকে ফুল দিয়ে বরণ করল বন্ধুসভা

জামিনে মুক্তির পর সাংবাদিক শামসুজ্জামানছবি: বন্ধুসভা

জামিনে মুক্তি পাওয়া সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে প্রথম আলো বন্ধুসভা। ৩ মার্চ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কেরানীগঞ্জে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেলে তাৎক্ষণিকভাবে সেখানে তাঁকে বরণ করে নেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের কার্যনির্বাহী সদস্য সায়মন চৌধুরী ও কেরানীগঞ্জ বন্ধুসভার বন্ধুরা।

এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর রমনা থানায় করা মামলায় জামিন পান শামসুজ্জামান। আজ সোমবার দুপুরের পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে দ্বিতীয়বার জামিন আবেদন করেন তিনি। অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান নূর ২০ হাজার টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেছেন।

গত বুধবার ভোর চারটার দিকে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশের আমবাগান এলাকায় শামসুজ্জামানের বাসা থেকে তাঁকে ধরে নিয়ে যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্য পরিচয়ে ১৪ থেকে ১৫ জনের একটি দল। এর ২০ ঘণ্টার বেশি সময় পর শুক্রবার দিবাগত রাতে শামসুজ্জামানের বিরুদ্ধে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকেও এ মামলার প্রধান আসামি করা হয়। তিনি গতকাল ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন।

সাংবাদিক শামসুজ্জামানের গ্রেপ্তারের পর থেকে তাঁর মুক্তি, সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন বন্ধুসভার বন্ধুরা। আজ জামিনের সংবাদ পাওয়ার পর পরই বন্ধুরা কেরানীগঞ্জে ঢাকার কেন্দ্রীয় কারাগারের সামনে ফুল নিয়ে জড়ো হন।