হারানো দিনের গানের আড্ডার আসর

চট্টগ্রাম বন্ধুসভা আয়োজন করে ‘চলো হারিয়ে যাই, হারানো দিনের গানে’ শিরোনামে গানের আড্ডাছবি: বন্ধুসভা

পুরোনো দিনের বাংলা গানের ঐতিহ্য রয়েছে। এই গান আমাদের রুচিবোধ ও সংস্কৃতির পরিচয় বহন করে। মনে করিয়ে দেয় সুরের সোনালি দিনগুলোকে। হারিয়ে যাওয়া সোনালি অতীত স্মরণ করতে গত ২৭ সেপ্টেম্বর বিকেলে চট্টগ্রাম বন্ধুসভা আয়োজন করে ‘চলো হারিয়ে যাই, হারানো দিনের গানে’ শিরোনামে গানের আড্ডা। চট্টগ্রাম বন্ধুসভা কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

হারানো দিনের গানের আড্ডার আসর
ছবি: বন্ধুসভা

কয়েকটি পুরোনো দিনের গানের সংমিশ্রণে মিশু, ইমন, সৌরভ, তুষার ও দোলার ম্যাশআপ দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর বন্ধু নুরুজ্জামান খান ও তানভীর পুরোনো সিনেমার কিছু গান নিয়ে স্মৃতিচারণা করেন। বন্ধু ইসরাত মিশুর বাবাকে স্মরণ করে গাওয়া হয় ‘বিমূর্ত এই রাত্রি আমার’। আসর জমে ওঠে বন্ধু দোলার ‘এত সুর আর এত গান’ ও স্বস্তিকার ‘বধূয়া আমার চোখে জল এনেছে’ গান দিয়ে।

সোনালি দিনের সিনেমার গান নিয়ে প্রশ্ন-উত্তরের ভিন্ন আয়োজনে অনুষ্ঠান মুখরিত হয়ে ওঠে। সমন্বয় করেন রুমিলা বড়ুয়া, রিমি বিশ্বাস, বহ্নি শিখা ও পূজা ভৌমিক। সঠিক উত্তর দিয়ে পুরস্কার জিতে নেন বন্ধু কামরান ও আফিফ। সর্বশেষ বন্ধু ইমনের গানে গানে সমাপ্তি ঘটে এই আসরের। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বহ্নি শিখা।

বন্ধু, চট্টগ্রাম বন্ধুসভা