ভাষাশহীদদের প্রতি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বন্ধুসভার শ্রদ্ধাঞ্জলি

জাতীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বন্ধুসভার শ্রদ্ধাঞ্জলিছবি: বন্ধুসভা

পৃথিবীর শুরু থেকে কত হাজারো বিষয় নিয়ে যুদ্ধ ও জীবন দেওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু ভাষার জন্য জীবন দেওয়ার ইতিহাস একমাত্র আমাদেরই। এ জন্যই একুশে ফেব্রুয়ারি আমাদের গর্ব ও অহংকার। একুশে ফেব্রুয়ারি ঘটে যাওয়া সে গল্পের দৃষ্টান্ত পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। প্রাণের বিনিময়ে মাতৃভাষার মর্যাদা রক্ষার এক ও অনন্য ঘটনা, যা বাঙালির ইতিহাসের এক হার না–মানা গৌরবোজ্জ্বল অধ্যায়।

২১ ফেব্রুয়ারি ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বন্ধুসভার পক্ষ থেকে জাতীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর ভাষাশহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং এক মিনিট নীরবতা পালন করেন বন্ধুরা।

সাংগঠনিক সম্পাদক, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বন্ধুসভা