বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সরিষাবাড়ী বন্ধুসভার ঈদ উপহার

সরিষাবাড়ী বন্ধুসভার সহমর্মিতার ঈদছবি: বন্ধুসভা

শিশুর হাসির চেয়ে সুন্দর কিছু নেই। সেই হাসিকে আরও উজ্জ্বল করতে সরিষাবাড়ী বন্ধুসভা আয়োজন করেছে এক বিশেষ উদ্যোগ—বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ।

২৯ মার্চ সরিষাবাড়ী বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ছোট শিশুরা নতুন পোশাক ও উপহার পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে। কারও মুখে ছিল আনন্দের ঝিলিক, কেউ আবার খুশিতে লাফিয়ে উঠছিল। একজন শিশু উচ্ছ্বাস প্রকাশ করে বলে, ‘আজকে আমিও নতুন জামা পাব! ঈদের দিন সবাইকে দেখাব!’

এ সময় উপস্থিত ছিলেন সরিষাবাড়ী বন্ধুসভার উপদেষ্টা সহকারী কৃষি অফিসার শরিফুল ইসলাম। তিনি শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের পাশে থাকার আহ্বান জানান।

কার্যনির্বাহী সদস্য শিপন মিয়া বলেন, ‘শিশুদের মুখে হাসি ফোটাতে পারাটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া।’

যুগ্ম সাধারণ সম্পাদক, সরিষাবাড়ী বন্ধুসভা