চীন বন্ধুসভার উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ

ইয়াংজু বিশ্ববিদ্যালয়ে চীন বন্ধুসভার উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচছবি: বন্ধুসভা

চীনের ইয়াংজু বিশ্ববিদ্যালয়ে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে চীন বন্ধুসভা। ২৫ মে অনুষ্ঠিত এই ম্যাচে অংশ নেন বিশ্ববিদ্যালয়টিতে পড়ুয়া বাংলাদেশি শিক্ষার্থীরা।

ইয়াংজু বিশ্ববিদ্যালয়ের দুটি ক্যাম্পাস ইয়াংজিজিন ও উইহুইলু। এই দুটি ক্যাম্পাসের মাস্টার্স ও পিএইচডিতে পড়াশোনা করা বাংলাদেশি শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসের হয়ে ফুটবল খেলায় অংশ নেন। ম্যাচসেরা হন আবদুল্লাহ আল নোমান।

আরওয়াইএস ব্রাদার্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন চীন বন্ধুসভার সভাপতি আহনাফ তাহমিদ। একই দিনে চীন বন্ধুসভার সঙ্গে ইয়াংজু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একটি আলোচনা সভা হয়। যেখানে পরবর্তী কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন বন্ধুরা।

সাংগঠনিক সম্পাদক, চীন বন্ধুসভা