নীলফামারীতে উৎসবের আমেজে শেষ হলো স্বাস্থ্য অলিম্পিয়াড

নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয়ে বেলুন উড়িয়ে স্বাস্থ্য অলিম্পিয়াডের উদ্বোধনছবি: প্রথম আলো

মেঘমুক্ত আকাশ, চড়া রোদ ও গরম উপেক্ষা করে ৭ জুন সকাল ৯টা বাজার আগে থেকে নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয় চত্বরে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। অল্প সময়ের মধ্যে বিদ্যালয়ের মাঠটি পরিণত হয় উৎসবস্থলে। তাদের উপস্থিতির কারণ নীলফামারী জেলা স্বাস্থ্য অলিম্পিয়াডে অংশগ্রহণ।

সকাল সাড়ে ৯টায় বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নলিনী কান্ত রায়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল অ্যান্টিটিউবারক্লোসিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নীলফামারী শাখার সাধারণ সম্পাদক ডা. মজিবুল হাসান চৌধুরী, আইসিডিডিআরবির কর্মসূচি কর্মকর্তা চিশতিয়া আলম, আইসিডিডিআরবি নলেজ ম্যানেজমেন্ট ব্যবস্থাপক আজিয়া হোসাইন, একই প্রকল্পের ব্যবস্থাপক নওমি মান্নান, কর্মসূচি সহকারী শুভাশীষ রায়, সিভিল সার্জন কার্যালয়ের জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আবদুল কাদের, প্রথম আলোর নীলফামারী প্রতিনিধি মীর মাহমুদুল হাসান, স্বাস্থ্য অলিম্পিয়াডের একাডেমিক দলের সদস্য আহসান হাবিব, নাজমুল হোসাইন, নীলফামারী বন্ধুসভার সভাপতি রুবি আক্তার, সহসভাপতি নিপুণ রায়, সাধারণ সম্পাদক আরিফ হোসেন ও অন্যান্য বন্ধুরা।

স্বাস্থ্য অলিম্পিয়াড পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা
ছবি: প্রথম আলো

নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয়, নীলফামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, এ আর ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, নীলফামারী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, রাবেয়া বালিকা বিদ্যানিকেতন, নীলফামারী ক্যাডেট একাডেমি, নীলসাগর ক্যাডেট একাডেমিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০০ শিক্ষার্থী এ অলিম্পিয়াডে অংশ নেয়।

যক্ষ্মার বিস্তার রোধ ও স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরিতে বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই অলিম্পিয়াড। ইউএসএআইডি, আইসিডিডিআরবি ও প্রথম আলো এটির আয়োজন করছে। সহযোগিতায় রয়েছে প্রথম আলো বন্ধুসভা।

উদ্বোধনের পর শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে গিয়ে প্রতিযোগিতার পরীক্ষায় অংশ নেয়। পাশাপাশি অডিটরিয়ামে দেয়ালে দেয়ালিকা প্রদর্শন করে তারা। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা অডিটরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেয়। বন্ধুসভার বন্ধু ও আগত শিক্ষার্থীদের অংশগ্রহণে সেখানে মনোজ্ঞ পরিবেশের সৃষ্টি হয়।

কুইজ, উত্তরপত্র ও দেয়ালিকা মূল্যায়ন শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।