গাছ না থাকলে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব থাকবে না

স্কুলশিক্ষার্থীদের গাছের চারা উপহার দেওয়া হয়
ছবি: বন্ধুসভা

রাজবাড়ী বন্ধুসভার উদ্যোগে ৫ সেপ্টেম্বর ‘প্লাস্টিক মুক্ত পৃথিবী চাই, গাছ লাগাই, গাছ বাঁচাই’ প্রতিপাদ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলার বরাট ইউনিয়নের পদ্মা নদীর পাড়ে পূর্ব উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ করা হয়।

এ সময় বন্ধুসভার বন্ধু, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গোদার বাজার এলাকায় বিভিন্ন প্রজাতির ২৫০ গাছের চারা বিতরণ করা হয়। বিভিন্ন গাছের চারার মধ্যে ছিল আম, জাম, কাঁঠাল, পেয়ারা, জলপাই, বকুল, পলাশ, আমলকী, হরতকী, কাগজি লেবু, তেঁতুল ও কৃষ্ণচূড়া।

পূর্ব উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন রাজবাড়ী বন্ধুসভার সভাপতি আরিফুর রহমান, পূর্ব উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আসজাদ হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা খাতুন, রাজবাড়ী বন্ধুসভার সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেয়া প্রামানিক, মুক্তিযোদ্ধা ও গবেষণাবিষয়ক সম্পাদক মহসিন মৃধা, দপ্তর সম্পাদক রিদয় খান, দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক রাহিম মোল্লা, সাবেক পরিবেশবিষয়ক সম্পাদক আবদুল হালিম, বন্ধু মো. জনি, রাইসুল ইসলাম প্রমুখ। পরিচালনা করেন প্রথম আলো প্রতিনিধি এজাজ আহম্মেদ।

বক্তারা বলেন, ‘গাছ আমাদের পরম বন্ধু। গাছ না থাকলে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব থাকবে না। আমরা অক্সিজেন পাব না, ছায়া পাব না, খাবার পাব না। ভূমিক্ষয় রোধ করতে পারব না। এ জন্য বেশি বেশি গাছ লাগাতে হবে। শুধু গাছ লাগালেই চলবে না। গাছের যত্ন নিতে হবে। নিয়মিত পরিচর্যা করতে হবে। কারণ, গাছ না থাকলে প্রাকৃতিক ভারসাম্য থাকবে না। অতিরিক্ত খরা দেখা দেবে, আবার বন্যাও হবে। এ কারণে আমাদের সবাইকে সচেতন হতে হবে। নিজে গাছ লাগাতে হবে। পাশাপাশি সবাইকে গাছ লাগাতে পরামর্শ দিতে হবে।’

বৃক্ষের চারা রোপণ
ছবি: বন্ধুসভা

রাজবাড়ী বন্ধুসভার সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম বলেন, ‘প্রতিবছর প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়। গত বছর আমরা তালের বীজ রোপণ করেছিলাম। এবার গাছ রোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে। আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে।’

পূর্ব উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আসজাদ হোসেন বলেন, ‘আমাদের এই বিদ্যালয়টি পদ্মা নদীর পাড়ে অবস্থিত। পদ্মা নদীর ভাঙনে বিদ্যালয়ের কিছু অংশ বিলীন হয়েছে। ঝড়ে বিদ্যালয়ের চাল উড়ে গেছে। এসব নিয়ে প্রথম আলো সব সময় শিক্ষাপ্রতিষ্ঠানটির পাশে থেকেছে। প্রথম আলো পত্রিকায় এসব ঘটনায় নিউজ ছাপা হয়েছে। এই বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী দরিদ্র। প্রথম আলো বন্ধুসভা এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আগেও নানা কার্যক্রম পরিচালনা করেছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন জামা উপহার দেওয়া হয়েছে। বন্যায় এই এলাকায় বন্ধুসভার উদ্যোগে একাধিকবার ত্রাণসহায়তা দেওয়া হয়েছে।’