সৈয়দ শামসুল হকের সমাধিতে শ্রদ্ধা ও পাঠের আসর

সৈয়দ শামসুল হকের সমাধিতে কুড়িগ্রাম বন্ধুসভার পুষ্পস্তবক অর্পণ
ছবি: বন্ধুসভা

‘জন্মে জন্মে বারবার কবি হয়ে ফিরে আসব এই বাংলায়’ সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের দেওয়া কথাটি তিনি রেখেছেন। সাহিত্যকর্মের মাধ্যমে এ বাংলায় তিনি বেঁচে আছেন এবং থাকবেন চিরকাল।

আজ ২৭ সেপ্টেম্বর সব্যসাচী এই লেখকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। ২০১৬ সালে আজকের দিনে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান। মঙ্গলবার সকাল ১০টায় কুড়িগ্রাম সরকারি কলেজ প্রাঙ্গণে সৈয়দ শামসুল হকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে কুড়িগ্রাম বন্ধুসভা। পরে লেখকের সাহিত্যকর্ম নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত হয়।

দাঁড়িয়ে পাঠের আসর করেন বন্ধুরা
ছবি: বন্ধুসভা

২৭ সেপ্টেম্বর এলেই সাহিত্যানুরাগীসহ সর্বস্তরের মানুষের ঢল নামে সৈয়দ শামসুল হকের সমাধিতে। বন্ধুসভার বন্ধুরাও আজ বৃষ্টি উপেক্ষা করে ভিজে ভিজে পায়ে হেঁটে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ১ মিনিট নীরবতা পালন করা হয়। বৃষ্টি কমে গেলে কুড়িগ্রাম সরকারি কলেজের মুক্তমঞ্চে পাঠচক্রের আসর বসে।

সেখানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মোরশেদুল ইসলাম, কুড়িগ্রাম বন্ধুসভার উপদেষ্টা সফি খান, সহসভাপতি নয়ন সরখেল, ঊর্মি আক্তার, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ভূবন কুমার, সাংগঠনিক সম্পাদক সাইফুর শাহিন, সহসাংগঠনিক সম্পাদক শরিফ, সাংস্কৃতিক সম্পাদক প্রতিভা চক্রবর্তী, বইমেলা সম্পাদক সাদিয়া আরফিন, ত্রাণ সম্পাদক ফরিদুল ইসলাম, এনামুল, নুসরাত, লুনাসহ অন্য বন্ধুরা।

সভাপতি, কুড়িগ্রাম বন্ধুসভা