পাঠের আসরে জীবনানন্দ দাশের ‘রূপসী বাংলা’

মিরপুর বন্ধুসভার পাঠচক্র
ছবি: বন্ধুসভা

কবি জীবনানন্দ দাশের জীবদ্দশায় মাত্র সাতটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল। ‘রূপসী বাংলা’ কাব্যগ্রন্থটি তাঁর মৃত্যুর পর প্রকাশ করেন কবির ভাই অশোকানন্দ দাশ। গত ৮ মার্চ বইটি নিয়ে পাঠচক্র করেছে মিরপুর বন্ধুসভা।

বন্ধু আবিদুর রহমানের সঞ্চালনায় পাঠচক্রে অংশগ্রহণ করেন অপূর্ব বড়ুয়া, বন্ধু মহিদুল ইসলাম, যুবাইর বিন আহমদ, রাকিবুল হাসান, মুহাইমিনুর রহমান, মফিজুল ইসলাম, সাইফুল আলম, অনীক দত্ত, মানসিব রহমানসহ অন্য বন্ধুরা। পাঠচক্র শেষে আসন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন বন্ধুরা।

সভাপতি, মিরপুর বন্ধুসভা