কুসংস্কারে যাপিত গ্রামীণ জীবনের গল্প লালসালু

সৈয়দ ওয়ালীউল্লাহ্‌র রচিত বিখ্যাত উপন্যাস ‘লালসালু’ নিয়ে ঢাকা মহানগর বন্ধুসভার পাঠের আসরছবি: বন্ধুসভা

বাংলা সাহিত্যের ধ্রুপদী ঔপন্যাসিক সৈয়দ ওয়ালীউল্লাহর রচিত বিখ্যাত উপন্যাস ‘লালসালু’। যুগ যুগ ধরে চলতে থাকা সামাজিক কুসংস্কার, অন্ধবিশ্বাসকে কেন্দ্র করে গড়ে উঠেছে গল্প। যেখানে গ্রামের সাধারণ মানুষের সরলতাকে পুঁজি করে ভন্ড পীর মজিদের প্রতারণাকেন্দ্রিক শাসন ও শোষণ প্রতিষ্ঠা করার কাহিনি নিয়ে আবর্তিত হয়েছে উপন্যাসটি।

২৩ সেপ্টেম্বর ঢাকার কারওয়ান বাজারে প্রথম আলো ভবনের বন্ধুসভা কক্ষে লালসালু উপন্যাসটি নিয়ে পাঠচক্র করেছে ঢাকা মহানগর বন্ধুসভা। সেখানে উপন্যাসের বিষয়বস্তু, চরিত্র, পরিবেশ বর্ণনা এবং লেখকের মুনশিয়ানা তুলে ধরেন ঢাকা মহানগরের সভাপতি সোলাইমান কবির। লেখক গ্রামীণ সমাজের বাস্তবতাকে ফুটিয়ে তুলতে অনবদ্য জীবনবোধ চিত্রায়ণে জীবন্ত উপমার ব্যবহার, গ্রামীণ ভাষা এবং ধর্মীয় গোঁড়ামি সুন্দরভাবে বর্ণনা করেছেন।

পরে উন্মুক্ত আলোচনায় বন্ধুরা কুসংস্কারের শৃঙ্খলে নিদারুনভাবে বন্দী অন্ধকারাচ্ছন্ন স্থবির গ্রামীণ সমাজের একটি চিত্র তুলে ধরার জন্য লেখকের সাহসিকতার প্রশংসা করেন। লালসালু উপন্যাসে লেখক ধর্মকে যারা স্বার্থের হাতিয়ার হিসেবে ব্যবহার করে, সেসব ধর্ম ব্যবসায়ীর বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করেছেন। বিকেল পাঁচটা থেকে শুরু হওয়া এ পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বন্ধুসভার সাধারণ সম্পাদক রেদোয়ান মাহমুদসহ অন্তত ২৫ জন বন্ধু।

সহসাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর বন্ধুসভা