ঐক্য আর তারুণ্যের শক্তিতে একুশকে স্মরণ

ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে স্থাপিত শহীদ মিনারে ভাষাশহীদ ও ভাষাসৈনিকদের স্মরণে প্রথম আলো বন্ধুসভার পুষ্পস্তবক অর্পণছবি: শাকিব হাসান

ভাষা আন্দোলনের গৌরবময় স্মৃতিচারণা বাঙালির অবিনশ্বর সত্তার অহংকার। ভাষাশহীদদের রক্তে রাঙা ২১ ফেব্রুয়ারি সেই অহংবোধে শক্তি জোগায়, স্বাধিকার আদায়ের শপথে করে বলীয়ান। ১৯৫২ সালের পর থেকে প্রতিবছর ভাষাশহীদ ও ভাষাসৈনিকদের স্মরণে সারা বিশ্বের আপামর বাঙালি দিনটিকে নানা আয়োজনে স্মরণ করে।

দেশ ও দেশের বাইরে প্রথম আলো বন্ধুসভার বন্ধুরাও দিনটিকে নানা আয়োজনে উদ্‌যাপন করেন, যার শুরু হয় প্রভাতফেরির মাধ্যমে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে। দিনব্যাপী আলোচনা সভা, বর্ণমালা প্রদর্শনী, শিশুদের বর্ণমালা শেখানো, চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা, ম্যাগাজিন ও ভাঁজপত্র প্রকাশ, মায়ের ভাষায় চিঠি লেখা ও হাতের লেখা, গান, কবিতাসহ নানা সামাজিক-সাংস্কৃতিক আয়োজনে ভাষাশহীদদের স্মরণ করেন বন্ধুরা।

শহরের টাউন হল শহীদ মিনারে হাজারো মানুষের উপস্থিতিতে ভাঁজপত্র ‘বুলি’র মোড়ক উন্মোচন করে রংপুর বন্ধুসভা
ছবি: বন্ধুসভা

জাতীয় পর্যায়ে ২১ ফেব্রুয়ারি সকাল থেকেই রাজধানীর ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ‘মেরিল বেবি-প্রথম আলো বর্ণমেলা’ উৎসবের বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করেন ঢাকা মহানগরসহ ঢাকার বিভিন্ন বন্ধুসভার বন্ধুরা। বাংলা ভাষা ও বর্ণমালা নিয়ে কাজের ফাঁকে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতেও ভোলেননি তাঁরা। জাতীয় পরিচালনা পর্ষদের উদ্যোগে ক্রীড়া কমপ্লেক্সে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বন্ধুরা। বর্ণমেলায় নানা কাজে সারা দিন বন্ধুদের অক্লান্ত পরিশ্রমের বিষয়ে জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই অসাধারণ আয়োজনে স্বেচ্ছাসেবায় বন্ধুদের আত্মনিয়োগ বাংলা ভাষার প্রতি তাঁদের ভালোবাসা ও শ্রদ্ধার অকৃত্রিম প্রকাশ।

এদিন রাত সাড়ে আটটায় জাতীয় পর্ষদের উদ্যোগে অনলাইনে ‘শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার: আমাদের করণীয়’ শিরোনামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সহসভাপতি সোলায়মান কবিরের সঞ্চালনায় আলোচক হিসেবে ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. হাকিম আরিফ।

এবিসি স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে ‘এসো বর্ণমালার শুদ্ধ উচ্চারণ শিখি ও লিখি’ প্রতিপাদ্যে এমসি কলেজ বন্ধুসভার বর্ণমালা অনুষ্ঠান
ছবি: বন্ধুসভা

সিলেটের এমসি কলেজ বন্ধুসভার বন্ধুরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর নিজেদের পরিচালিত এবিসি স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে ‘এসো বর্ণমালার শুদ্ধ উচ্চারণ শিখি ও লিখি’ প্রতিপাদ্যে এক অনুষ্ঠানের আয়োজন করেন। জামালপুর বন্ধুসভার উদ্যোগে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। অংশগ্রহণ করে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা। জেলা শহরের পুরোনো রেলস্টেশনপাড়ার অগ্রযাত্রা শিশু বিকাশ স্কুল চত্বরে শিশুশিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে নীলফামারী বন্ধুসভা। কিশোরগঞ্জ বন্ধুসভাও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। ‘মায়ের ভাষায় হাতে লেখা’ শিরোনামে লেখা প্রতিযোগিতার আয়োজন করে কক্সবাজারের চকরিয়া বন্ধুসভা। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ছোটগল্প লেখা প্রতিযোগিতা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে ভাষার বিকৃতি রোধের আহ্বান জানান বন্ধুসভার উপদেষ্টা সাদেকুল আরেফিন।

ভাষাশহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের পর রংপুর টাউন হল শহীদ মিনারে হাজারো মানুষের উপস্থিতিতে ভাঁজপত্র বুলির মোড়ক উন্মোচন করে রংপুর বন্ধুসভা। বাংলা ভাষা ও ভাষা আন্দোলন নিয়ে পাঠচক্রের আসর করে নোয়াখালী, নারায়ণগঞ্জ ও জয়পুরহাট বন্ধুসভা। একে অপরকে বাংলা ভাষার বিভিন্ন বই উপহার দিয়েছেন পিরোজপুর বন্ধুসভার বন্ধুরা। ফরিদপুর বন্ধুসভার বন্ধুরা সরকারি রাজেন্দ্র কলেজের অমর একুশে চত্বরের শহীদ মিনারের পাদদেশে শত শত মোমবাতি প্রজ্বালন করে ভাষাশহীদদের স্মরণ করেন। মোমবাতি দিয়ে ২১, ৮, ৯ এবং বাংলা ভাষার ক, অ-সহ বিভিন্ন বর্ণমালা ফুটিয়ে তোলা হয়। ময়মনসিংহ বন্ধুসভা একুশের গান, কবিতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনারসহ পার্শ্ববর্তী সড়কে আলপনা আঁকায় অংশ নেন ঠাকুরগাঁও বন্ধুসভার বন্ধুরা। বাংলা টাইপোগ্রাফি ও ক্যালিগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা।

ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ে দিল্লি স্টেট বন্ধুসভার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
ছবি: বন্ধুসভা

বিদেশের মাটিতেও নানা আয়োজনে মাতৃভাষা দিবস উদ্‌যাপন করেছেন বন্ধুরা। ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ের মিরান্ডা হাউসের বাংলা বিভাগের পৃষ্ঠপোষকতায় আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করে দিল্লি স্টেট বন্ধুসভা। এর আগে প্রভাতফেরি করে শহীদ মিনারে ফুল দেন বন্ধুরা।

গত বছর প্রথম আলোর রজতজয়ন্তী উপলক্ষে একটি ভালো কাজের অংশ হিসেবে কেরানীগঞ্জের কলাতিয়া এলাকার বন্ধন আদর্শ বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করেছিল কেরানীগঞ্জ বন্ধুসভা। এবার সেই শহীদ মিনারে ভাষাশহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন তাঁরা। এ ছাড়া ভৈরব, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, গাজীপুর, ঠাকুরগাঁও, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, বাগেরহাট, ঢাকা বিশ্ববিদ্যালয়, বরিশাল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিরাজগঞ্জ, দিনাজপুর, মেহেরপুর, উত্তরা মডেল টাউন কলেজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল, সাতক্ষীরা, পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ঝালকাঠি, সিলেট, রাঙ্গুনিয়া, কেশবপুর, সৈয়দপুর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বন্ধুসভার বন্ধুরা সারা দেশের বিভিন্ন জায়গায় ভাষাশহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন।

সবশেষ ২৪ ফেব্রুয়ারি ‘মোদের গরব, মোদের আশা/ আ মরি বাংলা ভাষা!’ প্রতিপাদ্যে বাংলা ভাষার তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মহানগর বন্ধুসভা। আলোচক হিসেবে ছিলেন কবি ও সাংবাদিক শান্তা মারিয়া। আরও বক্তব্য দেন মনোরোগ চিকিৎসক ও বন্ধুসভার উপদেষ্টা মোহিত কামাল, সহসভাপতি মাহবুব পারভেজ, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আনিস, ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি সাইদুল হাসান ও সহসভাপতি মাহমুদা বুশরা। উপস্থিত ছিলেন ঢাকার বিভিন্ন বন্ধুসভার শতাধিক বন্ধু।