কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভার পাঠচক্রে ‘বর্ণিল রূপ বাহারে’

কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

নাহিদুল হকের কালজয়ী উপন্যাস ‘বর্ণিল রূপ বাহারে’ নিয়ে পাঠচক্রের আসর করে কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভা। ৩১ জুলাই কলেজের লাইব্রেরি ভবনে এটি অনুষ্ঠিত হয়।

পাঠচক্রে বন্ধুরা বইটি পাঠ করে তাঁদের ভাবনা ও উপলব্ধি একে অপরের সঙ্গে ভাগ করে নেন। আলোচনার কেন্দ্রবিন্দু ছিল উপন্যাসের মূল চরিত্রের জীবনসংগ্রাম, নারীর অবস্থান, সমাজের বৈষম্য ও বাস্তবতার নির্মমতা।

বন্ধুরা বলেন, ‘এই বই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, সমাজের রঙিন মুখোশের আড়ালে কতটা অবহেলা আর অনাচার লুকিয়ে থাকে।’

উপন্যাসের গল্প, চরিত্র ও ভাষার গঠন নিয়ে বিশ্লেষণমূলক আলোচনা হয়। আলোচনা শেষে উন্মুক্ত পর্বে সবাই বইটি থেকে প্রাপ্ত শিক্ষা ও প্রভাব নিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেন।

সভাপতি, কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভা