কবি ও কথাসাহিত্যিক আনিসুল হকের উপন্যাস ‘কখনো আমার মাকে’ নিয়ে পাঠচক্র করেছে কেরানীগঞ্জ বন্ধুসভা। গত ৩০ জানুয়ারি বিকেলে উপজেলার কোনাখোলার একটি পুকুর পাড়ে এটি অনুষ্ঠিত হয়।
‘কখনো আমার মাকে’ সত্তরের দশকের মফস্সল শহরের পটভূমিতে একটি পরিবারের হৃদয়স্পর্শী কাহিনি।
সভাপতি তানজিমা নুসরাত বলেন, সাহিত্য নিয়ে এমন উদ্যোগ পাঠকদের মধ্যে সাহিত্যচর্চা ও পাঠাভ্যাস গড়ে তুলতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে।
সহসভাপতি তাসনিম খান বলেন, মুক্তিযুদ্ধ শুধু দেশের জন্য নয়, একটি পরিবারের মধ্যেও কীভাবে পরিবর্তন বয়ে আনে, তা লেখক চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন।
আয়োজনটি ছিল উপন্যাসটির বিষয়বস্তু ও এর গভীরতা নিয়ে এবং বইপ্রেমীদের একত্র হওয়ার একটি সুযোগ। সাহিত্য নিয়ে এমন আয়োজন তরুণ প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়াবে। এ সময় আরও উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক শাহনাজ শানু, কার্যনির্বাহী সদস্য রাকিব হাসান, শুভ আহমেদসহ অন্য বন্ধুরা।
সহসভাপতি, কেরানীগঞ্জ বন্ধুসভা