সোনারগাঁও বিশ্ববিদ্যালয় বন্ধুসভার যাত্রা শুরু
তরুণদের মানবিকতা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চেতনাকে জাগ্রত করার প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে সোনারগাঁও বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। এ উপলক্ষে ২ আগস্ট বেলা তিনটায় রাজধানীর গ্রিনরোডে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শামীম আরা হাসান। তিনি বলেন, ‘বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে থাকা অন্যতম বৃহৎ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন হলো বন্ধুসভা। যেখানে একই ছাতার নিচে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা একত্র হয়ে নিজেদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি সমাজের উন্নয়নে কাজ করতে পারেন।’
একটা সময় নিজেও বন্ধুসভার কাজের সঙ্গে যুক্ত ছিলেন জানিয়ে ভারপ্রাপ্ত উপ–উপাচার্য বুলবুল আহমেদ বলেন, ‘প্রথম আলো বন্ধুসভা মানবতার জন্য কাজ করে যাওয়া এমন একটি সংগঠন, যেখানে শিক্ষার্থীরা তাদের সময়, মেধা ও মনন দিয়ে সমাজকে আলোকিত করে থাকে।’
বন্ধুসভা জাতীয় পর্ষদের সভাপতি জাফর সাদিক বলেন, স্বেচ্ছাসেবার মূল শর্তই হচ্ছে নিজেকে কম গুরুত্বপূর্ণ ভেবে অন্যকে বেশি গুরুত্ব দিয়ে কাজ করে যাওয়া। বন্ধুসভার বন্ধুরা সেই কাজটাই করে। বন্ধুদের উদ্দেশে তিনি বলেন, ‘বর্তমানে একজন শিক্ষার্থীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নেটওয়ার্কিং। যদি নেটওয়ার্কিং না থাকে, পড়াশোনা কোনো কাজেই আসবে না। বন্ধুসভা সেই নেটওয়ার্কিং তৈরি করার অন্যতম বড় প্ল্যাটফর্ম। বন্ধুসভার মাধ্যমে আপনি কেবল নিজের বিশ্ববিদ্যালয় নয়, পুরো দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ৬৪ জেলায় একটি নেটওয়ার্ক তৈরি করতে পারবেন। পাশাপাশি আপনাকে একজন দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার সুযোগটি তৈরি করে দেয় বন্ধুসভা।’
সোনারগাঁও বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সদস্য কাবেরী চক্রবর্তীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের লেকচারার আব্দুর রহমান, বন্ধুসভা জাতীয় পর্ষদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. রেদোয়ান মাহমুদ, ঢাকা মহানগর বন্ধুসভার উপদেষ্টা আশফাকুজ্জামান, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সম্রাট ও সোনারগাঁও বিশ্ববিদ্যালয় বন্ধুসভার আহ্বায়ক শাহারিয়া আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক আল–আমিন মোল্লা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পর্ষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিব হাসান, বন্ধুসভার ডিজিটাল কনটেন্ট অ্যাসিস্ট্যান্ট তাহসিন আহমেদ ও সোনারগাঁও বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা।
সোনারগাঁও বিশ্ববিদ্যালয় বন্ধুসভার আহ্বায়ক কমিটি
উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের লেকচারার আব্দুর রহমান ও ইন্দর কুমার জিদুয়ার। আহ্বায়ক শাহারিয়া আহমেদ, যুগ্ম আহ্বায়ক মারজিয়া অনন্যা ও জুবায়ের তূর্য, সদস্যসচিব আলী আজগর, সদস্য রবিউল ইসলাম, তিন্নি খাতুন, ফাতেমা আক্তার, কাবেরী চক্রবর্তী, আফা আক্তার, জাহাঙ্গীর আদিল, নুজহাত নাসিম, আলিফ মিয়া, শাহাদাত হোসেন, জাকির হোসেন ও মুশফিকুর রহমান।
আহ্বায়ক, সোনারগাঁও বিশ্ববিদ্যালয় বন্ধুসভা