এটা আমার গাছ, আমি পুরস্কার পেয়েছি

গাছের চারা উপহার পাওয়া শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুসভার সদস্যরা
ছবি: বন্ধুসভা

‘পেয়ারা আমার খুব প্রিয় ফল। আজকে পেয়ারাগাছ পেয়ে আমার খুব খুশি লাগছে, আমি বাড়িতে বলব এটা আমার গাছ, আমি পুরস্কার পেয়েছি।’ জামালপুর বন্ধুসভার পক্ষ থেকে পেয়ারা গাছের চারা উপহার পেয়ে এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করেছে স্থানীয় পলাশগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী জবা।

রাস্তার পাশে বন্ধুদের বৃক্ষ রোপণ
ছবি: বন্ধুসভা

একই স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান বলেছে, ‘গাছ পেয়ে আমার অনেক আনন্দ লাগছে, আমি বাড়িতে যাইয়া গাছ লাগাব, পানি দেব, পরিচর্যা করব।’ তারা দুজনই কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে। পুরস্কার হিসেবে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়। আজ বৃহস্পতিবার ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১০০টি গাছের চারা রোপণ ও ৫০টি চারা বিতরণ করেছে জামালপুর বন্ধুসভা।

জামালপুর বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি
ছবি: বন্ধুসভা

বাকি দুটি প্রতিষ্ঠান হলো জামালপুর জেলা শহরের মুন মেমোরিয়াল উচ্চবিদ্যালয় ও মনিরাজপুর এলাকায় অবস্থিত শেখ হাসিনা মেডিকেল কলেজ। বৃক্ষের মধ্যে ছিল কৃষ্ণচূড়া, বকুল, পেয়ারা, গোলাপজাম, জলপাই, চালতা, আমলকী, অর্জুন, নিম, লেবু ও জাম্বুরা গাছের চারা। চারাগাছ লাগানো ও পরিচর্যার বিষয়েও শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া হয়।

পলাশগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বলেন, ‘আমাদের স্কুলে বৃক্ষরোপণ করা এবং বাচ্চাদের মধ্যে কুইজ প্রতিযোগিতা করে তাদের গাছ উপহার দেওয়ায় বিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষিকা ও পরিচালনা কমিটির পক্ষ থেকে জামালপুর বন্ধুসভাকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।’

মুন মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের আঙিনাটি ছিল বৃক্ষহীন। অ্যাসেম্বলির সময় রোদের তাপে শিক্ষার্থীদের কষ্ট হতো। সেই কষ্ট লাঘবে বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা লাগানোর উদ্যোগ নেয় বন্ধুরা। বিদ্যালয়টির প্রধান শিক্ষক ছারোয়ার হোসেন বলেন, ‘আমাদের সবার উচিত বেশি বেশি গাছ লাগানো।’ বন্ধুসভার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এমন কর্মসূচি আরও করার আহ্বান জানান তিনি। শেখ হাসিনা মেডিকেল কলেজের নতুন ক্যাম্পাসে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।

পৃথিবী হোক সবুজের
ছবি: বন্ধুসভা

জামালপুর বন্ধুসভার সাবেক সভাপতি সিফাত আবদুল্লাহ্ বলেন, মহামারি কাটিয়ে দীর্ঘ দুই বছর পর আবারও মাঠপর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা। এটা নিঃসন্দেহে খুবই আনন্দের বিষয়। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জামালপুর বন্ধুসভার সভাপতি মোহাইমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাভী সেকান্দার আলম, সাংগঠনিক সম্পাদক নিজামুল করিম, উপসাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সানি সিরাজ, সাংস্কৃতিক সম্পাদক সাজ্জাদ হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জামিল হোসেন, ম্যাগাজিন সম্পাদক অনামিকা সরকার, বইমেলা সম্পাদক মাহমুদুল হাসান, কার্যকরী সম্পাদক জাকারিয়া জাকি প্রমুখ।

পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক, জামালপুর বন্ধুসভা