প্রথম আলো সংবাদ প্রকাশের ক্ষেত্রে বস্তুনিষ্ঠ ও সততা ধরে রেখেছে

ফেনীতে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়
ছবি: বন্ধুসভা

সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আস্থা, বিশ্বাসসহ দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র সমুন্নত রাখতে কাজ করে যাচ্ছে প্রথম আলো। একই সঙ্গে পত্রিকাটি সত্যকে জাগিয়ে তুলতে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সাহসী ভূমিকা রাখছে। ২৬ বছর ধরে সাহস নিয়ে একটি সত্যিকারের বাংলাদেশ বিনির্মাণে কাজ করে চলেছে। প্রথম আলো সংবাদ প্রকাশের ক্ষেত্রে বস্তুনিষ্ঠ ও সততা ধরে রেখেছে। সাহস নিয়ে সত্য উন্মোচন করছে বলেই আজও দেশের শীর্ষস্থান ধরে রাখতে পেরেছে।

‘জেগেছে বাংলাদেশ’ স্লোগানে ফেনীতে প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এ কথা বলেন বক্তারা। ৯ নভেম্বর বিকেলে শহরের মিজান রোডের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে এটির আয়োজন করে ফেনী বন্ধুসভা।

সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়
ছবি: বন্ধুসভা

অনুষ্ঠানে বক্তব্য দেন ফেনী ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ অধ্যাপক তায়বুল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল মোতালেব, নোয়াখালী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ মলয় কান্তি চক্রবর্তী, ফেনী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোশারফ হোসেন মিলন, সিনিয়র আইনজীবী মোহাম্মদ ইব্রাহিম, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর হোসেন মীরু, ফেনী চেম্বার অব কমার্সের সহসভাপতি জাফর উদ্দিন, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী, ফেনীর সামাজিক সংগঠন বন্ধুর বন্ধনের সভাপতি সাফায়েত উল্যাহ, শিশুবিশেষজ্ঞ চিকিৎসক সুশান্ত বড়ুয়া, প্রথম আলোর পাঠক সমর দাস ও ফেনী বন্ধুসভার উপদেষ্টা অধ্যক্ষ আবদুল হালিম।

ফেনী বন্ধুসভার সভাপতি বিজয় নাথ ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর প্রতিনিধি আবু তাহের। সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় শিল্পী ও বন্ধুসভার বন্ধুরা দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন।

সভাপতি, ফেনী বন্ধুসভা