শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পাঠচক্র ও কুইজ প্রতিযোগিতা

জামালপুর বন্ধুসভার পাঠচক্র
ছবি: বন্ধুসভা

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আনোয়ার পাশা রচিত ‘রাইফেল রোটি আওরাত’ বই নিয়ে পাঠচক্রের আসর করেছে জামালপুর বন্ধুসভা। পাঠচক্র শেষে বইয়ের ওপর কুইজ প্রতিযোগিতায় অংশ নেন বন্ধুরা। ১৫ ডিসেম্বর বিকেলে সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুরপাড়ে এটি অনুষ্ঠিত হয়।

শুরুতেই বন্ধু বায়েজিদ, সহসাংগঠনিক সম্পাদক জাকারিয়া জাকি, বন্ধু স্নিগ্ধা, স্বর্ণা, সোমাইয়া ও বইমেলা সম্পাদক রুবেল হাসান পালাক্রমে বইটির বিভিন্ন অংশ পাঠ করে শোনান।

রুবেল হাসান বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ের গভীর উৎকণ্ঠায় ভরা এক উপাখ্যান ‘রাইফেল রোটি আওরাত’। দেশের স্বাধীনতার সূর্য দেখার স্বপ্নের কাছে বারবার ফিরে যাওয়ার আকুতি ফুটে উঠেছে ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসের প্রতিটি শব্দে, প্রতিটি পৃষ্ঠায়। গল্পের নায়ক সুদীপ্ত শাহীন লেখকের নিজের ছায়ারই এক চমৎকার সৃষ্টি। এ চরিত্রকে কেন্দ্র করেই উপন্যাসের মূল কাহিনি বিকশিত হয়েছে এবং ধীরে ধীরে পরিণতি লাভ করেছে।

‘বাংলাদেশে নামল ভোর’ বাক্য দিয়ে যার শুরু, তার শেষ হয় অমোঘ আশার বাণী ‘মা ভৈঃ’ দিয়ে। এক সকাল থেকে আরেক সকালের এই গল্প লেখা শুরু হয় একাত্তরের এপ্রিল মাসে, আর শেষ হয় জুনে। মাত্র তিন মাসের গল্প। কিন্তু তা যেন এক যুগ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার গণহত্যার বিবরণ, প্রিয়জনদের তালাশ, পালিয়ে থাকা, মুক্তিযুদ্ধের ভবিষ্যৎ নিয়ে তর্কবিতর্ক শুধু সাহিত্য নয়, ইতিহাসেরও অমূল্য উপাদান।

কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হন বন্ধু স্নিগ্ধা ও সহসাংগঠনিক সম্পাদক জাকারিয়া জাকি। পুরস্কার হিসেবে বই দেওয়া হয় তাঁদের। আয়োজনে আরও উপস্থিত ছিলেন সভাপতি সিফাত আব্দুল্লাহ্, সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক তাহমিদ সাইফুল্লাহ, কার্যনির্বাহী সদস্য রাকিবুর রহমান, বন্ধু অয়ন, শাকিল প্রমুখ।

সভাপতি, জামালপুর বন্ধুসভা