বন্ধুসভা ভালো কাজের ধারা অব্যাহত রাখে

যশোরে প্রথম আলো বন্ধুসভার রজতজয়ন্তী
ছবি: বন্ধুসভা

হেমন্তের বিকেল নরম রোদের পসরা সাজিয়ে বসেছে। উত্তরের হিমেল হাওয়া স্বাগত জানাচ্ছে শীতকে। প্রকৃতিও যেন স্বাগত জানাচ্ছে প্রথম আলো বন্ধুসভার ২৬ বছরে পদার্পণকে। যশোর জেলা পৌর পার্কের এক টুকরা সবুজও যেন সেই বার্তাই দিচ্ছে। ১১ নভেম্বর যশোর বন্ধুসভা শহরের প্রাণকেন্দ্র পৌরপার্ক চত্বরে বিকেল চারটায় আয়োজন করে প্রথম আলো বন্ধুসভার রজতজয়ন্তী অনুষ্ঠান। বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের মিলনমেলায় যা পরিণত হয় উৎসবে।

অনুষ্ঠান শুরু হয় বন্ধুদের অভিব্যক্তি প্রকাশের মাধ্যমে। জ্যেষ্ঠ বন্ধু জাহানারা জ্যোতি বলেন, ‘বন্ধুসভা আমার পরম আত্মীয়ের মতো। সমাজের কল্যাণের লক্ষ্যে বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিয়ে সমাজের জন্য কিছুটা কাজ করতে পারি, এটা বড় প্রাপ্তি।’

ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জে এম ইকবাল হোসেন বলেন, ‘বন্ধুসভার মাধ্যমে বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে যুক্ত হওয়ার সুযোগ হয়, কাজটা ভীষণ মানসিক তৃপ্তি দেয়।’ যশোর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মোফাজ্জেল হোসেন বলেন, ‘শুধু পত্রিকা প্রকাশই নয়, এর বাইরে বন্ধুসভার মাধ্যমে দেশের বিভিন্ন সংকটে, দুর্যোগে এগিয়ে এসে যেসব কার্যক্রম পরিচালনা করে প্রথম আলো, তা সত্যিই প্রশংসনীয়।’

প্রথম আলোর প্রতিনিধি মনিরুল ইসলাম বলেন, ‘বন্ধুসভা শুধু একটি সংগঠন নয়, এটি একটি পরিবার। সমাজ ও দেশের কল্যাণে ত্যাগের মনোভাব নিয়ে সব সময় প্রস্তুত থাকেন বন্ধুসভার বন্ধুরা।’ আরও বক্তব্য দেন যশোর মেডিকেল কলেজের প্রভাষক আলাউদ্দিন আল মামুন, মো. শরিফুল ইসলাম, শাহেদ চৌধুরী, মোয়াজ্জেম হোসেন, নাসরিন শিরিন, যশোর বন্ধুসভার সভাপতি লাকি রানী কাপুড়িয়া প্রমুখ। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক সুমন রেজা।

অনুভূতি ব্যক্ত করেন বন্ধু সুমাইয়া আক্তার, নুসরাত মিতু, নুরুন্নবী হৃদয়, রাইয়াদ ফেরদৌস, সাদিয়া শারমিন, খন্দকার রুবাইয়া, কুলসুমা কবিতা, সোনালী ইয়াসমিন, রুপালী ইয়াসমিন, ফয়সাল হোসেন, মিমসহ অন্যরা।

সাংগঠনিক সম্পাদক, যশোর বন্ধুসভা