চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার পাঠের আসর
ইতিহাস বিখ্যাত বিজ্ঞানীদের মধ্যে অন্যতম টমাস আলভা এডিসন। তাঁকে নিয়ে সৈয়দ নজমুল আবদাল লিখেছেন বই ‘বৈজ্ঞানিক আলভা এডিসন’। ৫ অক্টোবর জেলা শহরের সাধারণ পাঠাগারে বইটি নিয়ে পাঠের আসর করেছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা।
আলোচনা করেন প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালার সহকারী শিক্ষক সাঈদ মাহমুদ। টমাস আলভা এডিসন সম্পর্কে তিনি বলেন, ইতিহাস বিখ্যাত বিজ্ঞানী টমাস আলভা এডিসন। যিনি আবিষ্কার করেছেন বৈদ্যুতিক বাল্ব, গ্রামোফোন ও ভিডিও ক্যামেরা। এ ছাড়া বিদ্যুৎ উৎপাদন, গণযোগাযোগ, শব্দ ধারণ ও চলচ্চিত্রের ক্ষেত্রে অনেক যন্ত্র তৈরি করেছিলেন। তবে তাঁর জীবনের শুরুটা সুখের ছিল না। ছোট বয়সেই এক কান বধির হয়ে যায়। ফলে বিদ্যালয়ের পাঠ গ্রহণ আর হয়নি। তাঁর মা তাঁকে পড়ালেখায় এগিয়ে নিতে অনেক পরিশ্রম করেছেন। পাশে থেকেছেন।
সাঈদ মাহমুদ আরও বলেন, এডিসন বাল্যকাল থেকেই অনেক কৌতূহলী ছিলেন। স্কুলে থাকার সময় শিক্ষকেরাও তাঁর প্রশ্নবানে জর্জরিত হতেন। বাল্যকাল থেকেই তিনি প্রযুক্তিতে আসক্ত হয়ে ওঠেন। ঘরে বসেই ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করতেন বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পেছনে। বাল্যকাল থেকেই আর্থিক সংকটের কারণে বিভিন্ন কাজে নেমে পড়েন। তিনি এমনই একজন বিজ্ঞানী ছিলেন, যিনি টানা পাঁচ-ছয় রাত না ঘুমিয়ে গবেষণা করতেন। কাজের টেবিলেই ঘুমিয়ে যেতেন। তিনিই প্রথম উদ্ভাবক, যিনি বিজ্ঞানের সূত্র ও দলগত কাজকে উদ্ভাবন প্রক্রিয়ায় প্রয়োগ করেন। প্রথম বিদ্যুৎ উৎপাদন করে আবাসনে, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানায় সরবরাহ করার ধারণা দেন। বিশ্বের অন্যতম বৃহৎ বাণিজ্য প্রতিষ্ঠান জেনারেল ইলেকট্রিকসহ ১৪টি কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। তাঁর আবিষ্কারের এক হাজার ৯৩টি পেটেন্ট নিয়েছিলেন। যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পেটেন্টের অধিকারী বিজ্ঞানী তিনি।
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আনোয়ার হোসেন, আজিজুল হক, মনোয়ারা খাতুন, সভাপতি আরাফাত মিলেনিয়াম, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক আলীউজ্জামান নূর, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক জাহিদ হাসান, কার্যনির্বাহী সদস্য সোনিয়া খাতুন, বন্ধু মাসরুফা খাতুন, নাজিফা আনজুম, ফাবিয়া ফারজানা, উম্মে কুলসুম, সিফা বিনতে হাবিব, আল মাহমুদ, নাফিউল ইসলাম, মঈন আলী, সাকিব হাসান, জোবায়ের আলী, সোহান আলী, শাকিল হোসেন, সৈয়দ নুরুল আমিরুল মোমেনীন, আলী আসগারসহ অন্যরা।
জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা