‘বিদ্রোহী’ কেবল কবিতা নয়, এক চেতনার নাম

রাজশাহী বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

‘আমি চির-বিদ্রোহী বীর—/ বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির-উন্নত শির!’ নজরুলের এই বজ্রকণ্ঠের আহ্বান যুগে যুগে বাঙালির হৃদয়ে জাগরণ সৃষ্টি করেছে। সেই চেতনাকে ধারণ করে রাজশাহী বন্ধুসভা আয়োজন করেছে এক ব্যতিক্রমী পাঠচক্র, যেখানে কবি কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি ‘বিদ্রোহী’ কবিতা নিয়ে আলোচনা হয়। ১৮ ফেব্রুয়ারি বিকেলে প্রথম আলো রাজশাহী অফিসে এটি অনুষ্ঠিত হয়।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ঔড়ব আজাদের সঞ্চালনায় শুরুতেই ‘বিদ্রোহী’ কবিতাটি আবৃত্তি করেন সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান। সভাপতি মিজানুর রহমান বলেন, ‘“বিদ্রোহী” কবিতা শুধু একটি কাব্যিক প্রকাশ নয়, এটি একটি আন্দোলন, একটি ঘোষণা। নজরুল কেবল শব্দের মাধ্যমে বিদ্রোহ করেননি, তিনি তাঁর চিন্তা ও কর্মকাণ্ডেও ছিলেন অকুতোভয়। এ কবিতা আমাদের শিখিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ তুলতে হলে সাহস ও আত্মবিশ্বাসের প্রয়োজন। এটি কেবল একক ব্যক্তির বিদ্রোহ নয়, বরং সমগ্র মানবজাতির মুক্তির বার্তা।’

যুগ্ম সাধারণ সম্পাদক শাহামাত হাসান কবিতাটির ছন্দ, অলংকার ও অন্তর্নিহিত শক্তি নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি বলেন, নজরুলের বিদ্রোহ কেবল অস্ত্রের নয়, এটি চিন্তারও বিদ্রোহ। তাঁর কবিতার শব্দগুলো যেন বজ্রধ্বনি, যা অন্যায় ও শৃঙ্খল ভাঙার ডাক দেয়। তিনি নিজের অনুভূতির শক্তিকে এমনভাবে প্রকাশ করেছেন, যা যুগে যুগে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর প্রেরণা জোগাবে। কবিতাটির গতি, রূপক ও অলংকার এর শক্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

সহসাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ‘নজরুল ছিলেন বিদ্রোহের কবি, কিন্তু তাঁর বিদ্রোহ ছিল শৃঙ্খল ভাঙার, মুক্তির। আজকের সময়ে আমরা যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই, তখন বুঝতে পারি—“বিদ্রোহী” শুধু এক শতকের পুরোনো কবিতা নয়, এটি চিরকালীন এক চেতনার নাম। সমাজে যখনই কোনো অন্যায় দানা বাঁধবে, তখনই এই কবিতা নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠবে।’

দুর্যোগ ও ত্রাণ সম্পাদক নিশাত তাসনিম নজরুলের নারী স্বাধীনতা ও সাম্যের ধারণা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ‘নজরুল বিদ্রোহ করেছেন কেবল শাসকের বিরুদ্ধে নয়, সমাজের বদ্ধমূল কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি ও লিঙ্গবৈষম্যের বিরুদ্ধেও। তাঁর বিদ্রোহ নারী-পুরুষনির্বিশেষে সবার মুক্তির জন্য। নারীর প্রতি বৈষম্য তিনি মেনে নেননি, বরং তাঁর কবিতায় নারী শক্তির প্রতীক। “বিদ্রোহী” কবিতাতেও এই শক্তির উপস্থিতি রয়েছে।’

পাঠচক্র শেষে নজরুলের গান পরিবেশন করেন সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রথম আলো রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ, রাজশাহী বন্ধুসভার সহসভাপতি উৎসব সরকার, দপ্তর সম্পাদক সুশীল চন্দ্র পাল, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান, কার্যনির্বাহী সদস্য আসিফ ইমতিয়াজসহ অন্য বন্ধুরা।

সহসভাপতি, রাজশাহী বন্ধুসভা