ইস্টার্ন ইউনিভার্সিটিতে প্রথম আলোর রজতজয়ন্তী

ইস্টার্ন ইউনিভার্সিটিতে প্রথম আলোর রজতজয়ন্তী
ছবি: বন্ধুসভা

প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভা। ৯ নভেম্বর ইউনিভার্সিটির একটি হলরুমে এটি অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের সহযোগী অধ্যাপক রেহনুমা বিনতে মামুন। প্রথম আলোকে রজতজয়ন্তীর শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘প্রথম আলো হলো বাংলাদেশের সবচেয়ে বড় সংবাদপত্র। আর বন্ধুসভা হলো প্রথম আলোর শক্তি। প্রথম আলো এগিয়ে যাক যুগ যুগ ধরে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভার সভাপতি মনসুরুল হক; সাধারণ সম্পাদক তারেক রহমান; সহসভাপতি সাব্বির ইসলাম; অর্থ সম্পাদক মেহেদী হাসান; নারীবিষয়ক সম্পাদক জান্নাত আক্তার; যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুজ্জামান তামিম; পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সুবর্না রানী; দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক নুরুল আজিম; সমাজকল্যাণ সম্পাদক ফারজানা খানম; তথ্য ও প্রযুক্তি সম্পাদক মরিয়ম আক্তার; কার্যনির্বাহী সদস্য আদিবা মূহসীনিন, সজীব হোসাইন প্রমুখ।

তথ্য ও প্রযুক্তি সম্পাদক, ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভা