সাহিত্য-সংস্কৃতির সঙ্গে থাকতে চান তাঁরা

নবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনারে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার বন্ধুদের সাহিত্য আড্ডাছবি: বন্ধুসভা

নবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনারে সাহিত্য আড্ডায় অংশ নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার বন্ধুরা। ১৭ জানুয়ারি বিকেলে এটি অনুষ্ঠিত হয়। আড্ডায় বন্ধুরা কবিতা আবৃত্তি, গান পরিবেশন, কৌতুক পরিবেশন ও সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

স্বরচিত কবিতা আবৃত্তি করেন প্রচার সম্পাদক নাজিফা আনজুম, পছন্দের কবিতা আবৃত্তি করেন যুগ্ম সাধারণ সম্পাদক নাফিউল হাসান। গান গেয়ে শোনান যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ও বন্ধু রকিবুল হাসান। কৌতুক পরিবেশন করেন সাধারণ সম্পাদক মাসরুফা খাতুন। শিক্ষণীয় ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সভাপতি আরাফাত মিলেনিয়াম।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আসিফ আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, বন্ধু সিয়ামসহ অন্যরা।

সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা