ফরিদপুর বন্ধুসভার প্রীতি ফুটবল ম্যাচ
নিজেদের মধ্যে বন্ধুত্ব ও সম্প্রীতির বন্ধন বাড়াতে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করে ফরিদপুর বন্ধুসভা। গত ২৮ ফেব্রুয়ারি সকালে ফরিদপুর জিলা স্কুল মাঠে এটি অনুষ্ঠিত হয়।
চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা নামে ভাগ হয়ে খেলায় অংশ নেন বন্ধুরা। ব্রাজিলের নেতৃত্ব দেন সভাপতি লক্ষ্মণ চন্দ্র মণ্ডল। দলটির অন্য সদস্যরা হলেন রফিকুল ইসলাম, মানিক কুণ্ডু, শুভ বিশ্বাস, জহির হোসেন ও শ্যামল মণ্ডল। অপর দিকে আর্জেন্টিনার নেতৃত্ব দেন সাধারণ সম্পাদক সুব্রত পাল। দলটির অন্য সদস্যরা হলেন সজীব দত্ত, বাধন পাল, প্রান্ত ঘোষ, সজীব পাল ও সবুজ বিশ্বাস।
ম্যাচের সময়সীমা ছিল এক ঘণ্টা। প্রথমার্থ ও দ্বিতীয়ার্ধ ২৫ মিনিট করে ৫০ মিনিট এবং মাঝে ১০ মিনিট বিরতি। খেলা শুরু হয় সকাল ৭টা ১০ মিনিটে। নানা নাটকীয়তার এ ম্যাচে ৫-৪ গোলের ব্যবধানে জয়লাভ করে আর্জেন্টিনা।
প্রথমেই তিন গোলে এগিয়ে যায় ব্রাজিল। দলটির হয়ে জোড়া গোল করেন রফিকুল ইসলাম এবং একটি গোল করেন জহির হোসেন। এরপরই ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। দুটি গোল করে ব্যবধান কমিয়ে আনেন সজীব দত্ত। বিরতির আগে ব্রাজিলের পক্ষে আরেকটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন রফিকুল ইসলাম। ফলাফল দাঁড়ায় ব্রাজিল ৪, আজেন্টিনা ২।
দ্বিতীয়ার্ধের পুরোটা সময় দাপট দেখায় আর্জেন্টিনা। পরপর তিনটি গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন সজীব দত্ত, বাধন পাল ও সজীব পাল। খেলার ফলাফল দাঁড়ায় আর্জেন্টিনা ৫, ব্রাজিল ৪।
স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক শ্যামল মণ্ডল বলেন, ‘আসলে খেলাটা ছিল প্রীতি ম্যাচ। তাই জয় কিংবা পরাজয় মুখ্য বিষয় হয়ে থাকেনি। বরং এই এক ঘণ্টা খেলার সময়ে বন্ধুসভার বন্ধুরা যে আনন্দ উপভোগ করেছে, তা ছিল বড় প্রাপ্তি।’
যুগ্ম সাধারণ সম্পাদক, ফরিদপুর বন্ধুসভা