বৃক্ষের প্রতি আরও যত্নশীল হতে বৃক্ষরোপণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বৃক্ষরোপণ
ছবি: বন্ধুসভা

বিশ্ব সাহিত্যের প্রাক্-কাল থেকেই বিশ্বের প্রায় সব কবি নানাভাবে বৃক্ষের বন্দনা করে আসছেন। বৃক্ষ আমাদের নীরবে বাঁচার উপাদান দেয়। প্লীনির ভাষায় ‘আশা হলো সেই গাছ, যা বিশ্বকে ধরে রাখে।’

বৃক্ষের প্রতি আরও যত্নশীল হওয়ার লক্ষ্যে প্রথম আলো বন্ধুসভার এবারের বৃক্ষরোপণ কর্মসূচির প্রতিপাদ্য ‘প্লাস্টিকমুক্ত পৃথিবী চাই, গাছ লাগাই, গাছ বাঁচাই’। এটিকে কেন্দ্র করে দুই ধাপে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বন্ধুসভা ২০২৩ সালের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে চারা রোপণ করেন বন্ধুরা
ছবি: বন্ধুসভা

প্রথম ধাপে গত ২৭ আগস্ট বন্ধুরা পুরাতন আই ই আর ভবনের চারপাশে ১০০টি বৃক্ষের চারা রোপণ করেন। দ্বিতীয় ধাপে ৩১ আগস্ট সকাল নয়টায় হাটহাজারী হর্টিকালচার সেন্টার থেকে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মশিউজ্জামানের সহায়তায় ৫০০টি গাছের চারা সংগ্রহ করা হয়। পাশাপাশি চবি বন্ধুসভা আরও ১০০টি চারা সুলভ মূল্যে সংগ্রহ করে।

হর্টিকালচার সেন্টার থেকে ৬০০টি চারাগাছ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসা হয়। যেহেতু এবার বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ থেকে চারা বিতরণের থেকে চারা রোপণের বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে, তাই বিশ্ববিদ্যালয়ের মেয়েদের পাঁচটি হলে (প্রীতিলতা হল, শামসুন্নাহার হল, শেখ হাসিনা হল, খালেদা জিয়া হল ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল) এবং ছেলেদের দুটি হলে (রব হল ও আলাওল হল) প্রভোস্ট ও হাউস টিউটরদের উপস্থিতিতে ৪০০টি গাছের চারা হস্তান্তর করেন বন্ধুরা। পরবর্তী সময়ে হলের মালিদের মাধ্যমে হলগুলোয় চারা রোপণ করা হয়।

চারা রোপণের পর পানি ছিটিয়ে দিচ্ছেন এক বন্ধু
ছবি: বন্ধুসভা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে ওই কার্যক্রমে উপস্থিত ছিলেন শামসুন্নাহার হলের হাউস টিউটর সুজন আরিফ, খালেদা জিয়া হলের প্রভোস্ট নাজনীন, প্রীতিলতা হলের প্রভোস্ট মামুন, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট উদিতি দাশ, আলাওল হলের প্রভোস্ট ফরিদুল আলম এবং আবদুর রব হলের প্রভোস্ট নৈয়মুদ্দিন স্যার। এ ছাড়া মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটেও কিছুসংখ্যক চারা গাছ দেওয়া হয়েছে। এরপর বন্ধুরা বিশ্ববিদ্যালয়ের স্টেট ভবন থেকে বরাদ্দকৃত জায়গায় (বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের সামনে) আরও ২০০টি চারা রোপণ করেন।

চবি বন্ধুসভার বন্ধুরা সর্বমোট ৭০০টি ফলদ (আম, পেয়ারা, কাঁঠাল, মাল্টা, জলপাই ও লেবু) এবং ঔষধি (আমলকী) গাছের চারা রোপণ করেন।
বৃক্ষরোপণ কর্মসূচির আহ্বায়ক ছিলেন সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক ইব্রাহিম আলী, সাংস্কৃতিক সম্পাদক ফাল্গুনী ভট্টাচার্য্য, ম্যাগাজিন সম্পাদক মাহফুজ আহমেদ, প্রচার সম্পাদক তন্ময় দত্ত মিশু, কার্যনির্বাহী সদস্য আলী আকরাম পিয়াল, ফারিয়া আক্তারসহ অন্য বন্ধুরা। সার্বিক সহযোগিতায় ছিলেন রাহী হাসান চৌধুরী ও সাধারণ সম্পাদক আদিত্য গোস্বামী।

প্রচার সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা