‘সংগঠন ও বাঙালি’ বই নিয়ে পাঠচক্র

পাঠের আসরে বন্ধুরা
ছবি: বন্ধুসভা

এই তো সেদিন ঘোষণা করা হয়েছিল নোয়াখালী বন্ধুসভার কার্যকরী কমিটি। শপথ গ্রহণ করেন কমিটির সদস্যরা। এর কিছুদিন পর কুয়াশা উৎসব বেশ উৎসবমুখর পরিবেশে আয়োজন করে নোয়াখালী বন্ধুসভা। তার ঠিক এক সপ্তাহের মধ্যেই ২০ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল বছরের প্রথম পাঠচক্র। নির্ধারিত বই ছিল আবদুল্লাহ আবু সায়ীদ-এর লেখা ‘সংগঠন ও বাঙালি’।

একটি আদর্শ সংগঠন সৃষ্টির প্রয়োজনীয়তা, সূচনা, পরিচালনা, লক্ষ্য স্থাপন, নীতি ও নৈতিকতা, বিভিন্ন প্রতিবন্ধকতা সম্বন্ধে বিস্তর ও সঠিক তথ্য তুলে ধরতে এই বইটি রচনা করেছেন লেখক। পরিচয় পর্ব শেষে শুরুতেই সাধারণ সম্পাদক আসিফ আহমেদ বন্ধুসভার পাঠচক্র কেমন হয়, প্রয়োজনীয়তা ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পাঠচক্র অনুষ্ঠিত হয়
ছবি: বন্ধুসভা

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক তাজকির হোসেন ‘সংগঠন ও বাঙালি’ বইটির কিছু অংশ পাঠ ও পর্যালোচনা করেন। বইটির বিভিন্ন অংশ ও মূল্যবান আলোচনাগুলো সবার সামনে তুলে ধরেন মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক আফরিনা আনিকা। এ ছাড়া এদিন নিয়মিত বৈঠকের অংশ হিসেবে জানুয়ারি মাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ও দিবসগুলো নিয়েও কথা বলেন বন্ধুরা।

পাঠচক্র শেষে আড্ডাকে আরও প্রাণবন্ত করতে গান গেয়ে মুগ্ধতা ছড়ান বন্ধু তাহসিন রহমান, ইরফান উদ্দিন ও কার্যকরী সদস্য ধ্রুব ভুইঞা।

আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবি বন্ধুসভার সভাপতি কাউছার হোসেন, নোয়াখালী বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক জ্যানিসা আফরোজ, অর্থ সম্পাদক উম্মে ফারহিন, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মো. শিমুল, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক জান্নাতুল নাইম, সাংস্কৃতিক সম্পাদক মাজরিহাতুন স্বর্ণা, বন্ধু মেহেরাজ ফয়সাল, শাহরিয়ার সৈকত, নাফিস আহমেদসহ আরও অনেক বন্ধু।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, নোয়াখালী বন্ধুসভা