জুলাই শহীদদের স্মরণে বন্ধুসভার বৃক্ষরোপণ
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে ফলদ, বনজ ও ঔষধি গাছের এক হাজার চারা রোপণ করেছে প্রথম আলো বন্ধুসভা। গতকাল মঙ্গলবার ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের প্রবাসীপল্লিতে এই বৃক্ষরোপণ করে জাতীয় পরিচালনা পর্ষদ। চারাগুলো পরিচর্যার দায়িত্ব নিয়েছে প্রবাসীপল্লি।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রথম আলো বন্ধুসভার জাতীয় পর্ষদের সভাপতি জাফর সাদিক। তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গঠনের যাত্রায় যেসব তরুণ প্রাণ জীবন উৎসর্গ করেছেন, তাঁদের স্মরণে আমাদের এ উদ্যোগ। এই গাছগুলো বাঁচিয়ে রাখার মধ্য দিয়ে আমরা মাতৃভূমির প্রতি তাঁদের প্রাণ বিসর্জনের স্মৃতি বাঁচিয়ে রাখতে চাই।’
আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন– এই চার মাসজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে বন্ধুসভা। সারা দেশের শতাধিক বন্ধুসভা এ সময়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেয়। এ বছর এরই মধ্যে বিভিন্ন বন্ধুসভা গাছ রোপণ করেছে। অন্যান্য বন্ধুসভাও গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে। বন্ধুসভার সদস্যরা নিজেদের ও শুভাকাঙ্ক্ষীদের অর্থে এ কর্মসূচি বাস্তবায়ন করছে। এ ছাড়া ব্র্যাক মাইক্রোফাইন্যান্স প্রায় ৯০ হাজার গাছের চারা দিয়ে সহযোগিতা করেছে।
সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির সমন্বয় করছেন বন্ধুসভার জাতীয় পর্ষদের সহসভাপতি মোহাম্মদ আলী ফিরোজ ও জেন্ডার সমতাবিষয়ক সম্পাদক সাইমুম মৌসুমী। তাঁরা বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব সবার। শুধু গাছ রোপণ করলেই হবে না, পরিচর্যাও করতে হবে। বন্ধুসভা গাছের পরিচর্যায়ও গুরুত্ব দেয়। সবার চেষ্টাতেই সবুজ পৃথিবী গড়া সম্ভব।
প্রথম আলো বন্ধুসভার দেশব্যাপী বৃক্ষরোপণ এখন একটি আন্দোলনে পরিণত হয়েছে জানিয়ে জাতীয় পর্ষদের সহসভাপতি মাহবুব পারভেজ বলেন, ‘বন্ধুসভার অধিকাংশ সদস্য কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁরা শুধু গাছ রোপণেই থেমে নেই, নিয়মিত সেগুলোর পরিচর্যাও করছেন।’
সাংগঠনিক সম্পাদক নেওয়াজুল মওলা বলেন, ‘বন্ধুসভার বৃক্ষরোপণ শুধুই একটি পরিবেশ কর্মসূচি নয়, এটি জীবনের প্রতি শ্রদ্ধা ও আত্মত্যাগের প্রতি কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। চব্বিশের জুলাই শহীদদের স্মরণে এবারের বৃক্ষরোপণ প্রকৃতি রক্ষার পাশাপাশি অতীতের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা ও ভবিষ্যতের প্রতি দায়িত্ববোধেরও প্রতীক। রোপিত প্রতিটি গাছ যেন হয়ে ওঠে একটি জীবন্ত স্মৃতিস্তম্ভ—সবুজেঘেরা সাহস, স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা ও জীবনের নিঃশব্দ ভাষ্য।’
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পর্ষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিব হাসান, কার্যকরী সদস্য আসিফ খান, ঢাকা মহানগরের সভাপতি মাহমুদা মুহসিনা, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, বন্ধু রাজা মান্নান তালুকদার, অমিত পাল, শারমিন আরা তিশা, তৌহিদুল ইসলাম ও মামুন হোসাইন। এ ছাড়া প্রবাসীপল্লির পক্ষ থেকে মহাব্যবস্থাপক জাহিদ ইকবাল ও মফিজুর রহমান এবং অনার বাংলাদেশের বিপণন প্রধান ফারুক রহমান উপস্থিত ছিলেন।