হৃদয়ে রবীন্দ্রনাথ ও চেতনায় নজরুল

ফেনী বন্ধুসভার উদ্যোগে রবীন্দ্র-নজরুলজয়ন্তী উদ্‌যাপনছবি: বন্ধুসভা

বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র-নজরুলজয়ন্তী উদ্‌যাপন করেছে ফেনী বন্ধুসভা। ২৪ মে বিকেলে প্রথম আলো ফেনী অফিসে ‘হৃদয়ে রবীন্দ্রনাথ ও চেতনায় নজরুল’ শিরোনামে এ উৎসব অনুষ্ঠিত হয়।

কার্যনির্বাহী সদস্য মনিকা রায়ের সঞ্চালনায় জাতীয় সংগীত পরিবেশন ও বন্ধুসভার শপথ পাঠের মাধ্যমে উৎসব শুরু হয়। শপথবাক্য পাঠ করান সুজনের সোনাগাজী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমজাদ হোসাইন। মূল প্রবন্ধ পাঠ করেন বন্ধুসভার উপদেষ্টা অধ্যক্ষ আবদুল হালিম।

শুরুতে নৃত্য পরিবেশন করেন বন্ধু আনুষ্কা নন্দী। এরপর বন্ধু ফারজানা আক্তারের পরিবেশনায় রবীন্দ্রসংগীত ‘আমারও পরান যাহা চায়’ পরিবেশিত হয়। নজরুলগীতি ‘খেলিছ এ বিশ্বলয়ে’ ও ‘কারার ঐ লৌহ–কবাট’ গান দুটি পরিবেশন করেন প্রশিক্ষণ সম্পাদক তন্ময় নাথ ও বন্ধু আল জুবায়েদ। রবীন্দ্রসংগীত ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে/ তবে একলা চলো রে’ পরিবেশন করেন বন্ধু রিয়া মজুমদার। কবিতা আবৃত্তি করেন কার্যনির্বাহী সদস্য মনিকা রায়, নওরীন তাবাসসুম, মাহানা আফরিন ও সাহারা আক্তার।

বক্তব্য দেন উপদেষ্টা আবু তাহের
ছবি: বন্ধুসভা

আলোচনা পর্বে বক্তব্য দেন উপদেষ্টা আবু তাহের, আমজাদ হোসাইন, ফেনী বন্ধুসভার সভাপতি জান্নাত আক্তার, সাধারণ সম্পাদক লোকমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, সহসভাপতি মো. ইব্রাহিম ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা দেবাশীষ চন্দ্র রায়।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহসাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক দীপংকর রায়, বন্ধু সানজিদা আক্তার, নুসরাত জাহান, স্বাক্ষর চক্রবর্তী, রুবেল মোগল, জুমায়েদ ভূঁইয়া, মোমেন রহমান, আতিকুর রহমান, মো. শাহীনসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, ফেনী বন্ধুসভা