দেশসেরা শিক্ষক হলেন রাউজান বন্ধুসভার সালসাবিল করিম

সালসাবিল করিম
ছবি: সংগৃহীত

বিশ্ব শিক্ষক দিবস-২০২২ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত অনলাইন প্রতিযোগিতায় সারা দেশে অংশগ্রহণকারী ১৩৮ শিক্ষকের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন রাউজান বন্ধুসভার বন্ধু ও নোয়াপাড়া ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সালসাবিল করিম।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং এটুআই তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের আয়োজনে ইউনেসকো ঢাকা কার্যালয়ের সহযোগিতায় শিক্ষকদের কাছ থেকে ‘ভবিষৎ শিক্ষায় শিক্ষকদের পেশাগত মানোন্নয়ন: শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে একজন শিক্ষককে আপ-স্কিলিং এবং রি-স্কিলিং করা সম্ভব’ শীর্ষক ভিডিও ক্লিপ আহ্বান করা হয়।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১৩৮ জনের মধ্যে ১৮ জন বিজয়ী হন। তাঁদের মধ্যে সালসাবিল করিম প্রথম স্থান অর্জন করেন। শিগগিরই একটি সরকারি অনুষ্ঠানে তাঁকে পুরস্কৃত করা হবে বলে জানা গেছে। এর আগে ২০২১ সালেও এ প্রতিযোগিতায় সারা দেশে দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি। এ ছাড়া ২০১৭ সালে এই শিক্ষিকা দেশসেরা মাল্টিমিডিয়া শিক্ষকের পুরস্কার পান।

এ বিষয়ে সালসাবিল করিম বলেন, ‘পুরস্কার মানেই আনন্দ, পুরস্কার মানেই সম্মানের, জাতীয়ভাবে পুরস্কৃত হতে পেরে আমি খুবই আনন্দিত। এটি আমার সহকর্মী, ছাত্রছাত্রী, করোনাকালে আমার সহযোদ্ধাদের এবং আমার পরিবারের সব সদস্যকে উৎসর্গ করছি।’