রংপুর বন্ধুসভার উদ্যোগে ৩ হাজার গাছের চারা বিতরণ
রংপুরের পীরগাছা ও বদরগঞ্জ উপজেলার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে তিন হাজার গাছের চারা বিতরণ করেছে রংপুর বন্ধুসভা। ‘আর নয় প্লাস্টিক দূষণ, জীবন বাঁচাতে বৃক্ষরোপণ’ প্রতিপাদ্যে এ কর্মসূচিতে সহযোগিতা করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স।
প্রথম ধাপে ২৩ জুলাই পীরগাছার বড়দরগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন রংপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম। বক্তব্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহমুদুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, ব্র্যাকের জেলা সমন্বয়কারী গোলাম মোস্তফা, বড়দরগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ সারোয়ার চৌধুরী প্রমুখ।
পরে বড়দরগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বড়দরগাহ উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে ৩৫০টি আম, ২৫০টি পেয়ারা, ২০০টি লেবু ও ১০০টি করে নিম ও সজনে চারা বিতরণ করা হয়। একই দিন পীরগাছার হাসনা হেনা, শরীফ সুন্দর, পশ্চিম সুন্দর ও গুঞ্জর খাঁ সরকারি প্রাথমিক বিদ্যলয় এবং রংপুর সিটি করপোরেশনের আনন্দপাঠ বিদ্যালয়ে আরও এক হাজার গাছের চারা বিতরণ করা হয়।
দ্বিতীয় ধাপে ২৪ জুলাই মধুপুর কাজীপাড়া, মমিনপুর বুড়া দরগা মধুপুর দাড়ারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধুপুর আদর্শ উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীর মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। এ ছাড়া বদরগঞ্জ উপজেলার পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাধানগর মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চেংমারি উচ্চবিদ্যালয়ে এক হাজার চারা বিতরণ করেন বন্ধুরা।
রংপুর বন্ধুসভার বন্ধুরা জানান, পৃথিবীকে বাসযোগ্য করে গড়ে তুলতে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি চলমান থাকবে। জেলা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে আরও দুই হাজার চারা বিতরণ করা হবে। সবুজ প্রাণ নিয়ে বন্ধুসভা পৌঁছে যাবে প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের কাছে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেবে সচেতনতার বার্তা।
সাধারণ সম্পাদক, রংপুর বন্ধুসভা