নারায়ণগঞ্জ বন্ধুসভার মাদকবিরোধী প্রচারণা

নারায়ণগঞ্জ বন্ধুসভার মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ
ছবি: বন্ধুসভা

মাদকের ভয়াল থাবায় ধ্বংসের পথে তরুণ ও যুবসমাজ। তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে নারায়ণগঞ্জ বন্ধুসভার উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

৩০ অক্টোবর বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ার কেন্দ্রীয় শহীদ মিনার, দুই নং রেলগেট ও দেওভোগ শেখ রাসেল পার্কে লিফলেট বিতরণ করেন বন্ধুরা। এ ছাড়া নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ ও নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীদের মধ্যেও বিতরণ করা হয়। প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি করে ভালো কাজ’-এর অংশ হিসেবে এই কর্মসূচি।

নারায়ণগঞ্জ বন্ধুসভার মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ
ছবি: বন্ধুসভা

মাদকাসক্তি একটি সামাজিক ব্যাধি। এই নেশায় আক্রান্ত দেশের অসংখ্য তরুণ ও যুবক। মাদকের নীল দংশনে তারা আজ বিপথগামী। এ থেকে নিজেকে ও আগামী প্রজন্মকে বাঁচাতে প্রয়োজন পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় মূল্যবোধ এবং সচেতনতা বাড়ানো।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ বন্ধুসভার সভাপতি মনিকা আক্তার, সাধারণ সম্পাদক নয়ন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক ইয়াছিন ইসলাম, মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক ইমরান নাজির, বন্ধু মাইনুল ইসলাম, নুর ইসলামসহ অন্যরা।

সভাপতি, নারায়ণগঞ্জ বন্ধুসভা