বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করল নারায়ণগঞ্জ বন্ধুসভা

সুইড বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলের শিশু-কিশোরকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও তাদের মধ্যে ওষুধ বিতরণ করে নারায়ণগঞ্জ বন্ধুসভাছবি: বন্ধুসভা

বুদ্ধিপ্রতিবন্ধী একটি স্কুলের অর্ধশতাধিক শিশু-কিশোরকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও তাদের মধ্যে ওষুধ বিতরণ করেছে নারায়ণগঞ্জ বন্ধুসভা। ২৪ অক্টোবর জেলা শহরের শায়েস্তা খান সড়কে অবস্থিত সুইড বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলে এই চিকিৎসাসেবা প্রদান করা হয়। প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ভালো কাজের অংশ হিসেবে এ উদ্যোগ।

বিদ্যালয়টি পরিচালনা করে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন। মেডিকেল ক্যাম্পে শুভেচ্ছা বক্তব্য দেন নারায়ণগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা রফিউর রাব্বি। স্কুলের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘যোগ্যতা ও দক্ষতার ক্ষেত্রে কোনো কিছুই প্রতিবন্ধকতা নয়। আমরা মনে করি, এখানে তোমরা যারা উপস্থিত আছ, তোমরা একদিন অবশ্যই বিজ্ঞানী হবে, চিকিৎসক হবে। সবার সঙ্গে প্রতিযোগিতায় অগ্রসর হবে। তোমাদের জন্য শুভকামনা রইল।’

নারায়ণগঞ্জ বন্ধুসভার উদ্যোগে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
ছবি: বন্ধুসভা

চিকিৎসাসেবা প্রদান করেন দন্তবিশেষজ্ঞ ফরহাদ আহম্মেদ জেনিথ ও মেডিসিন–বিশেষজ্ঞ মাইনউদ্দিন রিগ্যান। চিকিৎসক ফরহাদ আহম্মেদ জেনিথ বলেন, ‘বুদ্ধিপ্রতিবন্ধী বলে সন্তানের প্রতি অবহেলা করা যাবে না। যত্নবান হতে হবে। তাদের দাঁতের যত্ন নিতে হবে। শারীরিক সমস্যাগুলোর প্রতি নজর দিতে হবে। তাহলে তারাও স্বাভাবিকভাবে বেড়ে উঠবে। তারা সমাজের বোঝা নয়, বরং সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখতে পারবে।’

নারায়ণগঞ্জ বন্ধুসভার উদ্যোগে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
ছবি: বন্ধুসভা

মেডিকেল ক্যাম্পে শিশু-কিশোরের দন্তসহ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। পাশাপাশি প্রত্যেককে বিস্কুট, জুস, পানি, খাবার স্যালাইন, প্যারাসিটামল ট্যাবলেট, পেস্ট, ব্রাশ প্রদান করা হয়। চিকিৎসাসেবা শেষে স্কুলে একটি আমগাছের চারা রোপণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর প্রতিনিধি মজিবুল হক, বন্ধুসভার সভাপতি আফরিন সুলতানা, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সুইড বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষক মো. ফজলুল আমিন, সহকারী শিক্ষক এস এম মেহের পারভীন, রুমা আক্তার, ব্যবস্থাপনা কমিটির সদস্য কমরউদ্দিন আহমেদ, শাহনেওয়াজ চৌধুরী, বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন ইসলাম, অর্থ সম্পাদক ইমরান নাজির, দপ্তর সম্পাদক আবরার জামান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মাইনুল ইসলাম, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক অর্পিতা হোসেন, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ছোহাদ হোসেন ও বন্ধু সুমাইয়া আক্তার।