ভাষাশহীদদের প্রতি সিলেট বন্ধুসভার শ্রদ্ধা নিবেদন

জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি সিলেট বন্ধুসভার শ্রদ্ধা নিবেদনছবি: বন্ধুসভা

২১ ফেব্রুয়ারি শুধু মাতৃভাষা দিবস নয়, আমাদের ঐক্য ও সংহতির দিন। এই দিনে মহান ভাষা আন্দোলনের সংগ্রামীদের শ্রদ্ধাবনতচিত্তে স্মরণ করেন সর্বস্তরের জনতা। বায়ান্নর ভাষাশহীদদের পবিত্র রক্তস্রোতের সঙ্গে মিশে আছে বাঙালির জাতীয় মুক্তিসংগ্রামের গৌরবগাথা। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলার ছাত্রসমাজ আত্মদান করে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করেছিল। রক্তরাঙা অমর ২১ ফেব্রুয়ারি রক্তের প্লাবনের মধ্য দিয়ে আজ সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গৌরবময় আসনে আসীন।

দিনটি উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে আটটায় সিলেট বন্ধুসভার বন্ধুরা জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে উপস্থিত হন। সকাল ৯টায় শহীদদের স্মৃতিতে পুষ্পস্তবক করেন তাঁরা।

জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

সাংগঠনিক সম্পাদক শেখ ফয়সাল বলেন, ‘একটি জাতিকে বিজ্ঞানমনস্ক করা ও তার ভেতরে এর চেতনা পৌঁছে দিতে একমাত্র মাতৃভাষাই হাতিয়ার বলে মনে করি।’

ম্যাগাজিন সম্পাদক আরিফা খানম বলেন, ‘শুধু বাঙালি নয়, বিশ্বের প্রতিটি জাতির মাতৃভাষার মর্যাদা, স্বাধীকার, স্বাধীনতা ও বাঁচার দাবির চির অনির্বাণ শিখার দীপ্তিতে দিগন্ত উদ্ভাসিত করেছে একুশে ফেব্রুয়ারি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন সভাপতি দেব রায় সৌমেন, সহসাংগঠনিক সম্পাদক শাম্মী আক্তার, দপ্তর সম্পাদক কৃত্য ছত্রী, প্রশিক্ষণ সম্পাদক সমরজিৎ হালদার, বন্ধু শতাব্দী দত্ত, কিশোর দাশ, সুমন দাশ, প্রণব চৌধুরী, মৌরি শারজানা আহমেদ, মিনথিয়া রহমানসহ অন্যরা।