সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফল উৎসব করেছে মাদারীপুর বন্ধুসভা। ১ জুলাই বিকেলে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকার দুই শতাধিক শিশুকে নিয়ে এ উৎসবের আয়োজন করা হয়। আম, কাঁঠাল, লটকন, পেয়ারা, কলাসহ সাত প্রকার ফল খেতে পেরে খুশি হয় শিশুরা।
বন্ধুসভার বন্ধুরা জানান, চলতি ফল মৌসুমে দাম বেশি হওয়ায় শিশুরা ফল খাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। তাই এসব শিশুর মুখে হাসি ফোটাতে মাদারীপুর বন্ধুসভার বন্ধুদের অর্থায়নে বাজার থেকে কেনা হয় বিভিন্ন প্রকার ফল।
সভাপতি সোহেল খান বলেন, ‘আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় শিশুদের মুখে হাসি ফুটল। আমরা চেয়েছি বৈষম্য দূর করতে। তাই বন্ধু ও শিশুরা একসঙ্গে ফল খেয়েছি। ওদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিয়েছি। অসহায় মানুষ ও শিশুদের জন্য প্রতিবছর এ ধরনের অসংখ্য কর্মসূচি হাতে নিই। ভবিষ্যতেও বন্ধুসভার পক্ষ থেকে এ ধরনের কর্মসূচি চলমান রাখব।’
ফল উৎসবে আরও উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা ডা. গোলাম সরোয়ার, ডা. অখিল সরকার, প্রথম আলোর প্রতিনিধি অজয় কুন্ডু, মাদারীপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক আঞ্জুমান জুলিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আল শাহরিয়াত, হাবিবুর রহমান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক নিজাম আহম্মেদ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক সোনিয়া আক্তার, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক পূজা আক্তার, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক সোহাগ হাসান, মুক্তিযোদ্ধা ও গবেষণা সম্পাদক ইমরান খান, বন্ধু বাঁধন মজুমদার, কামরুন্নাহার অমৃতা, সিয়াম হাসানসহ অন্যরা।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, মাদারীপুর বন্ধুসভা