হুমায়ূন আহমেদের ‘কোথাও কেউ নেই’ উপন্যাস নিয়ে পাঠচক্র করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ২৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।
‘কোথাও কেউ নেই’ উপন্যাসটি একটি গভীর ও ভাবপ্রবণ গল্প, যা মানব জীবনের নিঃসঙ্গতা ও একাকিত্বের চিত্র তুলে ধরে। লেখক হুমায়ূন আহমেদ এ গল্পে এক ব্যক্তির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও সামাজিক সম্পর্কের জটিলতা অত্যন্ত সূক্ষ্মভাবে ফুটিয়ে তুলেছেন।
উপন্যাসের কাহিনী এবং চরিত্রগুলো পাঠককে ভাবনার জগতে নিমগ্ন করে। যেখানে তাদের ব্যক্তিগত যন্ত্রণাগুলো স্পষ্ট হয়ে ওঠে। এটি একটি অনন্য পাঠ্য, যা পাঠকদের জীবনের অর্থ ও সম্পর্কের গভীরতা নিয়ে চিন্তা করতে বাধ্য করে।
পাঠচক্রে উপস্থিত ছিলেন জাককানইবি বন্ধুসভার সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তামান্না ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক মোমেন আহমেদ, অর্থ সম্পাদক আকিব হোসেন, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক মরুফা ইয়াসমিনসহ অন্যান্য বন্ধুরা।
সাধারণ সম্পাদক, জাককানইবি বন্ধুসভা