একুশের চেতনা ও বর্তমান প্রেক্ষাপট

নোবিপ্রবি বন্ধুসভার পাঠচক্রছবি: বন্ধুসভা

বাংলা আমাদের মাতৃভাষা। জন্মের পর থেকেই বাংলায় কথা বলি, বাংলায় গান গাই, বাংলায় মনের ভাব প্রকাশ করি। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একাডেমিক পড়াশোনা করি বাংলায়। তারপরও দেখা যায়, আমরা বাংলা ঠিকমতো লিখতে পারি না।

অথচ এই মাতৃভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য জীবন দিয়েছিলেন আমাদের পূর্বপুরুষেরা। তাহলে একুশের চেতনা কি আজ বৃথা গেল? কিংবা বায়ান্নর একুশের চেতনা থেকে কি আমরা আজ দূরে সরে গেলাম? যদি একুশের চেতনা ঠিকঠাক ধারণ করে থাকি, তাহলে আমরা বাংলা শিখছি না কেন? এসব কৌতূহল, প্রশ্ন নিয়েই পাঠচক্রের আয়োজন করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা।

২১ ফেব্রুয়ারি ‘একুশের চেতনা ও বর্তমান প্রেক্ষাপট’ শিরোনামে এই পাঠচক্র অনুষ্ঠিত হয়। বিষয় ছিল ১৭ ফেব্রুয়ারি প্রথম আলোয় প্রকাশিত ‘বাংলা পড়েও আমরা কেন বাংলা শিখছি না’ কলাম।

পাঠচক্রে বন্ধুরা বাংলা না শেখার কারণ হিসেবে বাংলার প্রতি আমাদের অবহেলা, দক্ষ বাংলা শিক্ষক নিয়োগের অভাব, পাঠ্যক্রম—ইত্যাদি বিষয়কে দায়ী করেন। নোবিপ্রবি বন্ধুসভার বছরের পঞ্চম এই পাঠচক্র অনুষ্ঠিত হয় অনলাইনে গুগল মিট অ্যাপে।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক নকীবুল হকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সভাপতি আবু রায়হান, সহসভাপতি ঊর্মি বণিক, ইসরাত তারিফা, যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে মেহেরুন, সাংগঠনিক সম্পাদক সৌরভ খানসহ অন্যান্য বন্ধুরা।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, নোবিপ্রবি বন্ধুসভা