পাবনা বন্ধুসভার দেয়ালিকা ‘প্রত্যাশার রং’ প্রকাশ
দেয়ালিকা ‘প্রত্যাশার রং’ প্রকাশ করেছে পাবনা বন্ধুসভা। ২৮ ফেব্রুয়ারি পাবনা একুশে বইমেলা প্রাঙ্গণে এটির মোড়ক উন্মোচন করা হয়।
নতুন বাংলাদেশের উজ্জ্বল রঙিন স্বপ্নের প্রত্যাশাকে তুলে ধরা হয়েছে সাদা চাদর দিয়ে সৃষ্ট এই দেয়ালিকায়। ফুটে উঠেছে বাংলাদেশের বিভিন্ন স্থাপনা এবং জুলাই অভ্যুত্থানের বিভিন্ন বিষয়।
উন্মোচনের পর বইমেলায় আগত দর্শনার্থীরা দেয়ালিকায় মন্তব্যের ঘরে তাঁদের মন্তব্য প্রকাশ করেন। দেয়ালিকার সম্পাদনায় ছিলেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মিতুসি এবং বইমেলা সম্পাদক সোলাইমান। সার্বিক সহযোগিতায় ছিলেন সভাপতি নাহিদুজ্জামান নাহিদ ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম।
সভাপতি, পাবনা বন্ধুসভা