জমকালো আয়োজনে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হলো গণিত উৎসব

গণিত উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উচ্ছ্বাসছবি: বন্ধুসভা

জমকালো আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হলো ২৩তম আঞ্চলিক গণিত উৎসব। ১০ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় কুষ্টিয়া জিলা স্কুল প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনা ও পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধনী পর্ব শুরু হয়।

জাতীয় পতাকা উত্তোলন করেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) মিজানুর রহমান, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক এ এস এম মুসা কবির এবং গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক হায়দার আলী বিশ্বাস।

আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিল কুষ্টিয়া বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন ডাচ্–বাংলা ব্যাংকের কুষ্টিয়া শাখা ব্যবস্থাপক শাহিনুর রহমান। ছয়টি জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের উপস্থিতিতে আয়োজন সম্পন্ন হয়। অংশগ্রহণকারী জেলাগুলো হলো কুষ্টিয়া, মেহেরপুর, পাবনা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও  রাজবাড়ী। চারটি ক্যাটাগরিতে অংশ নেয় ৭০০ শিক্ষার্থী।

খুদে গণিতবিদের পদচারণে সারা দিন মুখর ছিল জিলা স্কুলের প্রাঙ্গণ। পরীক্ষা শেষে শুরু হয় উৎসবের বাকি অংশ। একই সঙ্গে চলে পরীক্ষার খাতা দেখা। ছিল সংস্কৃতি পরিবেশনা, শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্ব, গান, কবিতা আবৃত্তিসহ অনেক কিছু।

বেলা তিনটায় ফলাফল ঘোষণা করা হয়। ৫০ শিক্ষার্থী চারটি ক্যাটাগরিতে নির্বাচিত হয়। অনুষ্ঠান আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিল কুষ্টিয়া বন্ধুসভা।

সভাপতি, কুষ্টিয়া বন্ধুসভা